শিশির ভেজা সকাল
জানালার পাশে বারান্দায়
চোখ রাখতেই হঠাৎ মনে হচ্ছে,
শিশির ভেজা সকালটা আজ-
কেন জানি অন্যরকম লাগছে,
চারিদিকে সবুজের হাতছানি
আর নিস্তব্দতা পড়ল যেন বাজ।
হাত নেড়ে ডাকছে প্রকৃতি প্রেমিকদের
এসো নেমে পড়-উপভোগ কর,
হঠাৎ মনে পড়ল-
আমি তো একা একদম একা
তুমিতো পাশে নেই, কে ধরবে হাতটা
থাকলে নগ্ন পায়ে, তোমার হাতে হাত রেখে
বেরিয়ে পড়তাম
দেখতাম হীরা, মানিক দূর্বাঘাসে
শিশির ভেজা সকালটা।
চোখ রাখতেই হঠাৎ মনে হচ্ছে,
শিশির ভেজা সকালটা আজ-
কেন জানি অন্যরকম লাগছে,
চারিদিকে সবুজের হাতছানি
আর নিস্তব্দতা পড়ল যেন বাজ।
হাত নেড়ে ডাকছে প্রকৃতি প্রেমিকদের
এসো নেমে পড়-উপভোগ কর,
হঠাৎ মনে পড়ল-
আমি তো একা একদম একা
তুমিতো পাশে নেই, কে ধরবে হাতটা
থাকলে নগ্ন পায়ে, তোমার হাতে হাত রেখে
বেরিয়ে পড়তাম
দেখতাম হীরা, মানিক দূর্বাঘাসে
শিশির ভেজা সকালটা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২১/০৯/২০২১শিশির ভেজা সকালের অনুভূতি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০১/২০১৯Nice..
-
তাবেরী ০৮/০১/২০১৯বেশ ভালই।
-
মনিরুজ্জামান/জীবন ০৬/০১/২০১৯তাই নাকি
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০১/২০১৯আচ্ছা।