বন্ধু মনে পড়ে তোমার
হে বন্ধু, মনে পড়ে কি তোমার-
সাঁতার কাটতে গিয়ে পুকুরে জলকেলি
বর্ষার বৃষ্টিতে ভেজা, কাঁদামাটিতে গড়াগড়ি
গাছের নীচে পাকা আম কুড়ানো,
স্বাস্থ্য খারাপ হবে বলে,
শোনা হলো মায়ের বকনি।
হে বন্ধু, মনে পড়ে কি তোমার-
গাছের মগডালে রশি ঝুলিয়ে
দিনের পর দিন দোলনায় দোল খাওয়া,
কতদিন রশি ছিড়ে
পড়ে গিয়ে, পায়ে আঘাত পাওয়া।
হে বন্ধু, মনে পড়ে কি তোমার-
স্কুল বন্ধের দিনে,
অন্য বন্ধুদের থেকে, নাস্তার টাকা নিয়ে
আগুনের পরশমনি-সিনেমা দেখতে যাওয়া।
হে বন্ধু, মনে পড়ে কি তোমার-
গ্রামের কাঁচা রাস্তা, পুকুর-জলাশয় সংস্কার
বাশেঁর সাঁকো বানাতে খালের উপর
কেটেছে কতো দিন-দুপুর।
সাঁতার কাটতে গিয়ে পুকুরে জলকেলি
বর্ষার বৃষ্টিতে ভেজা, কাঁদামাটিতে গড়াগড়ি
গাছের নীচে পাকা আম কুড়ানো,
স্বাস্থ্য খারাপ হবে বলে,
শোনা হলো মায়ের বকনি।
হে বন্ধু, মনে পড়ে কি তোমার-
গাছের মগডালে রশি ঝুলিয়ে
দিনের পর দিন দোলনায় দোল খাওয়া,
কতদিন রশি ছিড়ে
পড়ে গিয়ে, পায়ে আঘাত পাওয়া।
হে বন্ধু, মনে পড়ে কি তোমার-
স্কুল বন্ধের দিনে,
অন্য বন্ধুদের থেকে, নাস্তার টাকা নিয়ে
আগুনের পরশমনি-সিনেমা দেখতে যাওয়া।
হে বন্ধু, মনে পড়ে কি তোমার-
গ্রামের কাঁচা রাস্তা, পুকুর-জলাশয় সংস্কার
বাশেঁর সাঁকো বানাতে খালের উপর
কেটেছে কতো দিন-দুপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ২৭/০৯/২০১৭ভালো
-
রুনা লায়লা ২৭/০৯/২০১৭স্মৃতির পাতায় লিখে রাখলাম বন্ধু।
ভালো লিখেছেন। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৯/২০১৭বেশ!
-
সমির প্রামাণিক ২৬/০৯/২০১৭মনে পড়ার কথায়- স্মৃতি রোমন্থনে সুন্দর। কবি, অসাবধানে আপনার নামটি কবিতার নাম হয়ে রয়েছে। নামটি ঠিক করে নিন। ধন্যবাদ।
-
সাঁঝের তারা ২৬/০৯/২০১৭ভাল
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭Past is thinking but not coming. Thanks
-
কামরুজ্জামান সাদ ২৬/০৯/২০১৭কবিতার শিরোনামের সাথে কবিতার মিল নেই।ঠিক করে নিন।