কবিতা
-
এলে-বেলে
======================@@@
সেদিন দেখি গভীর রাতে
জানলা মেলে ‘কই দূরে!’ [বিস্তারিত] -
দিনে দিনে বাড়ছে কত জন
সবুজ হত্যা হচ্ছে দিনভর;
পরিবেশে দূষিত বাতাস
কালো ধোঁয়া সারাক্ষণ। [বিস্তারিত] -
-
প্রত্যেক যুগে মানুষ জন্মায়।
প্রত্যেক যুগে মানুষের গল্প
সময়ের সাথে সাথে
নদীর স্রোত হয়ে বয়ে যায়। [বিস্তারিত] -
একটু পরেই নামবে সন্ধ্যা
সবাই ফিরবে আপন নীড়ে
পাখিটিও খুঁজে নেবে বাসা
এখানে আমি থাকবো দাঁড়িয়ে [বিস্তারিত] -
ভাগ্য খেলার হাটে
আব্দুল কাদির মিয়া
===========
আয় কে যাবি [বিস্তারিত] -
সইবো না সই! (শায়েরী)
=============================@@@
সূর্য পেলেই পূব আকাশে স্বপ্ন সেজে ফের চাষা,
পথেই রেখে দম রা নিলো কোথায় পাখির সেই ভাষা! [বিস্তারিত] -
অজান্তে নেড়ি কুকুরের লেজে আমি পা দিলাম।
ও আমার মতোই ভুল করে
পাশে বসে থাকা ভিখারিকে কামড়ে
তার পা থেকে মাংস ছিঁড়ে নিলো। [বিস্তারিত] -
স্বর্গ যারই পদধূলি
আব্দুল কাদির মিয়া
==========
নহে বিচলিত আজই [বিস্তারিত] -
পেঁয়াজ সমাচার
=======================@@@
শূন্য হাতে ফিরলে যে আজ
গিন্নী দিতোই তাড়া! [বিস্তারিত] -
অভিনয় দেখছো
অথচ অভিনয় পারো না
নীতি ভাবছো
নীতি ভ্রষ্ট হতে পারছো না [বিস্তারিত] -
শুধু বিরোধীদের দোষ বললে
দেশের উন্নতি না করলে
আবার বিরোধী রা সরকারের দোষ বলে
সময় পার করেই গেলে। [বিস্তারিত] -
লেখাপড়ায় হিংসেটা থাকা দরকার,
তা না হলে এগোতে পারবে না।
কে বলে?
ওটা সব থেকে বড় পাপ! [বিস্তারিত] -
ভালো থাকা,ভালোবাসা
দুটোই দুরাশা
সহস্র বিষাদ বুকে
চলতে হয় ধুঁকে ধুঁকে। [বিস্তারিত] -
ফিরে চাওয়া, বয়ে চলা
কথা যত - বলা আর
একই সাথে না বলা।
চলে গিয়েও থেকে যাওয়া। [বিস্তারিত] -
বন্ধু আমার এমপির সখ!
গায়ে ময়দানে শুধু চক-
ভোট হয়েছে উড়া বক
আমি হয়েছি ভোটের ঠক; [বিস্তারিত]