www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাগো হে

☆☆জাগো হে☆☆
-পবিত্র রায়

জাগো হে তোমরা জাগো জাগো,
ভবিষ্যৎ ধরাকে মোরাই তৈরী করিব ৷
জাগো হে তোমরা নব যাত্রীগণ,
সুন্দর ধরা তৈরী করিব করহে পণ ৷
ধরাতে রহিয়াছে যত ধুলিকনা,
তাহাই মোরা তুচ্ছ বলিবনা করিয়া তুলিব সোনা ৷
জাগো হে যত ভেদ বিভেদ গ্লানি ছাড়িয়া,
জাগিবে যতই যাইবে ততই ধরার আয়ু বাড়িয়া ৷
জাগো হে তোমরা যাও এগিয়ে নতুনত্বের পানে,
বলিব আমি ইহাই মোদের বাঁচিবার মানে ৷
তোমরা শিক্ষা নাও হে ভুল থাকিয়া,
সুন্দর ধরা দাও হে আঁকিয়া ৷
জাগো হে,এবার সকল দুঃখ দৈন্য ভোলো,
কষ্টের ধরাকে সুখের করিয়া তোলো ৷
যাহার যা কর্ম ছাত্রদের পড়া ৷
তাহলেই হইবে মেদের সুখময় বসুন্ধরা ৷

তাং-14.02.2017 ইং

সংক্ষিপ্ত পরিচয়:
নাম:পবিত্র রায়
ঠিকানা:পূর্ব দেবীডুবা(বারঘরিয়া পাড়া)
দেবীগঞ্জ,পঞ্চগড়
অথবা,
পবিত্র রায়
উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ
বিজ্ঞান বিভাগ (ছাত্র)
দেবীগঞ্জ কলেজ
মোবা:০১৭৪০২৫২০৩৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast