www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুষ্টু মেয়ে

দুষ্টু মেয়ে


ভোর বেলাতে ঘুম ভাঙেনা
ঊঠতে বললেই কান্না,
কোন কিছুই মুখে রোচেনা
যেটাই কর রান্না।
কান্না-টান্না ভুলে যায়
খেলনা কিছু পেয়ে
ছি  ছি  ছি  ছি
এ কী ছিচকাঁদুনে মেয়ে।


সকাল্বেলা পড়তে বসে
করবে শুধু খেলে
বকাবকি করলে বলে
পড়বো বিকেলবেলা।
বিকেল হলে এঘর ওঘর
পুটুল-টুতুল নিয়ে
ছি  ছি  ছি  ছি
এ কী দুষ্টু মেয়ে।


সন্ধ্যে হলেই টিভি দেখে
ঠাম্মি-দাদুর সাথে,
তার ফাঁকে রঙ তুলি
আঁকবে কোন মতে।
হঠাৎ করেই টিভির সাথে
উঠবে গান গেয়ে,
ছি  ছি  ছি  ছি
এ কী পচা মেয়ে।




রচনাকালঃ ০৫/০৬/২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অবুঝ তাই দুষ্টু সে -
    আদুরে ছোট্ট মেয়ে,
    শিশুরা দুষ্টুমি করে -
    ভালো হবে একদিন বড় হয়ে।

    এই দুষ্টুমি ও
    ভালো লাগে,
    ছোট্ট থাকবে যতদিন
    অভাগার এই ভাগে।

    বড় হয়ে যদি
    করে দুষ্টুমি,
    কবিতা হয়ে উঠেনা তখন -
    প্রতিবাদ করে - এই আমি।

    সুন্দর কবিতা।
    ভালো থাকুন আর এইভাবে মনের কথা লিখতে থাকুন - এই মোর শুভ কামনা।
    • তপন দাস ৩০/০৯/২০১৫
      আপনার মন্তব্য আপাকে খুব অনুপ্রাণীত করলো।
      ভালো থাকুন সুস্থ থাকুন।
  • মোবারক হোসেন ১৭/০৯/২০১৫
    একটি অবুঝ বালিকার চিত্র! ভাল লাগলো।
    • তপন দাস ১৭/০৯/২০১৫
      আপনার সুন্দর বিশ্লেষণ ধর্মী মন্তব্য আমার হৃদয় জয় করলো। আপনার মতো কবির যখন ভালো লাগে, তখন আমি আরো অনেক শক্তি পাই।

      অশেষ ধন্যবাদ কবি ।
      খুব ভালো লাগল পাশে পেয়ে ।
      ভালো থাকুন সর্বদা।
  • বেশ লাগলো !
    • তপন দাস ১৭/০৯/২০১৫
      অজস্র ধন্যবাদ কবিবর ।
      খুব ভালো লাগল পাশে পেয়ে ।
      ভালো থাকুন সর্বদা।
 
Quantcast