ছায়া সঙ্গী
আমার সঙ্গ ছাড়েনা সে
কখনো আগে,কখনো পিছে
কখনো শীর্ন,কখনো স্থূল
কখনো লম্বা, কখনোবা বেঁটে-
আমাই মতো।
মাঝে মাঝে মনে হয়
সে আমার সঙ্গী-
নাকি আমি তার?
আমার আলিঙ্গনে হারিয়ে যায়
আর হারায় গগন মাঝে
যখন রাজার রাজত্ব।
না হারিয়ে নয়,
পালিয়ে যায় সে,
কারণ তার এক মাত্র শত্রু-
দীপ্ত তপন।
কখনো আগে,কখনো পিছে
কখনো শীর্ন,কখনো স্থূল
কখনো লম্বা, কখনোবা বেঁটে-
আমাই মতো।
মাঝে মাঝে মনে হয়
সে আমার সঙ্গী-
নাকি আমি তার?
আমার আলিঙ্গনে হারিয়ে যায়
আর হারায় গগন মাঝে
যখন রাজার রাজত্ব।
না হারিয়ে নয়,
পালিয়ে যায় সে,
কারণ তার এক মাত্র শত্রু-
দীপ্ত তপন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৫/১২/২০১৪
-
পিয়ালী দত্ত ২৮/১০/২০১৪সুন্দর
কবিতা দারুণ লাগলো ।