www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হারানো বাঁশি

হারানো বাঁশি

সে বাঁশি হারিয়ে গেছে
কোন এক রাতজাগা শিউলির
নিশ্চুপ অভিসারে-
ঝরে গেছে সে।

তার বানি, তার কণ্ঠ আজও দীপ্ত।

দীগন্ত বিস্তৃত উল্টানো গামলায়
নীলাম্বরি ও দুধেল মেঘের সাথে
খেলবার সময়-
আজও ধরা পড়ে,
দিক্‌বালিকার এলোকেশি চুলে।

বেল জুঁই ও রজনী গন্ধার সুবাতাস
আজও অপেক্ষা করে থাকে,
সৌরভমহিত উচাটন মন।

কেননা সে বাঁশি
আজ আর নেই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast