কবর
কবরে শায়িত শিশুটি কহিয়াছে, শুন হে পথিক তুমি
যেথায় আছ আজিকে দারিয়ে, সেথা ছিনু কভূ আমি
আরাম আয়েশের জীবনের যতই থাকুক না মহত্ব,
ও পাড়ের ডাকে দিতে হবে সাড়া, এটাই জানিবে সত্য।
বন্ধু আর প্রিয় জন যত, একদিন যাবে সড়ে
কথা গুলো থেকে যাবে, সকলের মন জুরে
পারিবে না কভূ এড়াতে বন্ধু, মৃত্যুর হাত ছানি
তোমারো লাগিয়া রহিয়াছে খোলা, কবরের দুয়ার খানি।
যেথায় আছ আজিকে দারিয়ে, সেথা ছিনু কভূ আমি
আরাম আয়েশের জীবনের যতই থাকুক না মহত্ব,
ও পাড়ের ডাকে দিতে হবে সাড়া, এটাই জানিবে সত্য।
বন্ধু আর প্রিয় জন যত, একদিন যাবে সড়ে
কথা গুলো থেকে যাবে, সকলের মন জুরে
পারিবে না কভূ এড়াতে বন্ধু, মৃত্যুর হাত ছানি
তোমারো লাগিয়া রহিয়াছে খোলা, কবরের দুয়ার খানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ০৫/০১/২০১৫মাটি শেষ কথা জানি। তবু মাটিই খাটি । এই মাটির ফসলে আমাদের ভরন পোষন । একটু ভেবে দেখবেন আলো আনতে হবে যে , অন্ধকার কে চায় ?
-
অ ০২/০১/২০১৫চমৎকার লাগল এই লেখাটি।
-
তুহিনা সীমা ৩১/১২/২০১৪জসীম উদ্দীনের কবর কবিতাটি আমার অনেক পছন্দ। আপনার কবর কবিতাটি ভালো লাগলো।
-
রফছান খাঁন ৩১/১২/২০১৪ভাবনার সৃষ্টি করলেন
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩১/১২/২০১৪পরকালের জীবনের স্বাদ সবাইকেই গ্রহন করতে হবে। কবর কবিতাটি অনেক ভালো হয়েছে। আসরে আপনার প্রথম লেখা আপনাকে আসরে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভালো থাকবেন।