তবু চলতে হয়
কালে-কালে বদলায় সময়
সময় তবু চলে
জীবনের নানা আঙিণাতে
কোন কথা সে বলে
বদলায় সংসার বদলায় সর্ম্পক
গাছের শাখার ফুল
তরী ডুবলেও চলতেই হবে
নেই যে তার কূল
বাবা-মা ভাই-বোন
স্বামী-সন্তান-সংসার
যাবে সব চলে একদিন
এটাই জীবনের সার
তবু চলতে হয়
প্রশ্ন কোরো না
প্রকৃতির এই রীতি
কোনদিনও বদলাবে না...!
সময় তবু চলে
জীবনের নানা আঙিণাতে
কোন কথা সে বলে
বদলায় সংসার বদলায় সর্ম্পক
গাছের শাখার ফুল
তরী ডুবলেও চলতেই হবে
নেই যে তার কূল
বাবা-মা ভাই-বোন
স্বামী-সন্তান-সংসার
যাবে সব চলে একদিন
এটাই জীবনের সার
তবু চলতে হয়
প্রশ্ন কোরো না
প্রকৃতির এই রীতি
কোনদিনও বদলাবে না...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১২/১১/২০১৪সম্ভব সুন্দর হয়েছে। শেষের চারটি লাইনতো অসাম লাগলো। সংসার বা জীবনের রীতি নিয়ে বেশ ভালো লিখেছেন।
-
অনিরুদ্ধ বুলবুল ১১/১১/২০১৪চমৎকার! সুন্দর ভাবনা, অনবদ্য প্রকাশ!!
পর পর তিনটি কবিতা পড়লাম। অবাক হচ্ছি; কোন বানানে খুঁত ধরতে পারিনি। অথচ আমরা অহরহই ভুল করছি।
অনেক শুভ কামনা পিয়ালী! -
আফরান মোল্লা ৩১/১০/২০১৪খুব ভালো লাগলো॥
-
মোহাম্মদ তারেক ২৯/১০/২০১৪যদি সময়, কাল, সম্পর্কগুলো না বদলাতো! আমার মনে হয় বদলায় বলেই পৃথিবী অনিন্দ্য.... সুন্দর হয়েছে কবিতা।
-
অনিরুদ্ধ বুলবুল ২৯/১০/২০১৪"প্রশ্ন কোরো না
প্রকৃতির এই রীতি
কোনদিনও বদলাবে না..."
ভাল বলেছেন। ভাল লাগল। -
সুলতান মাহমুদ ২৯/১০/২০১৪valo laglo
-
আবু সাহেদ সরকার ২৯/১০/২০১৪(। , ?) ছাড়াই একটা কবিতা পড়লাম। বেশ ভালোও লাগলো।
-
শিমুদা ২৯/১০/২০১৪কি হল গো, পিয়ালী কবির কবিতায় হঠাৎ সময় বদলাবার বাণী বেজে উঠল? প্রশ্ন করতে চাই হয়ে গেল।
অসীম লাগল জীবন বোধের কবিতা কবি।