টাকে টাকা
তেল চকচক টাক্কু মামা
গাইছে বেসুরে গান
আলুর চপ আর সিংগাড়াতে
ছুটছে খাওয়ার বান
ভাজতে লাগে যদি আরও তেল
নেই তো জোগান কম
লাগলে পরে বলো মামু
টাকের বিশাল দম
টাকে টাকা টাকায় টাক
এ নিয়ে জগত বাবু
বিশাল চাহিদা টাকের বাবা
হয়ো না যেন কাবু
গাইছে বেসুরে গান
আলুর চপ আর সিংগাড়াতে
ছুটছে খাওয়ার বান
ভাজতে লাগে যদি আরও তেল
নেই তো জোগান কম
লাগলে পরে বলো মামু
টাকের বিশাল দম
টাকে টাকা টাকায় টাক
এ নিয়ে জগত বাবু
বিশাল চাহিদা টাকের বাবা
হয়ো না যেন কাবু
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিজয় রায় ০৬/১০/২০১৪ওহ্ খুব খুব লাগিল ভাল
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০৯/২০১৪টাকের শুভেচ্ছা থাকলো।
-
ইসমাইল জসীম ১১/০৯/২০১৪আরো ভালো হতে পারতো।
-
সাইদুর রহমান ১১/০৯/২০১৪চমৎকার রম্য্ কবিতা।
শুভেচ্ছা। -
অপূর্ব দেব ১১/০৯/২০১৪হেহেহেহে ভাল লিখেছেন
-
মোঃ সোহেল মাহমুদ ১০/০৯/২০১৪রম্য কবিতাটি পড়ে ভালো লাগলো। শুভেচ্ছা রইলো.. আমার পাতায় আমন্ত্রণ।
-
মনিরুজ্জামান শুভ্র ১০/০৯/২০১৪ভাল হয়েছে ।
-
শরীফুল ইসলাম আরশ ১০/০৯/২০১৪ভাল
-
বিজয় রায় ১০/০৯/২০১৪দারুন লিখেছেন লেখনি
-
একনিষ্ঠ অনুগত ১০/০৯/২০১৪বেশ মজার।।
-
আবু সাহেদ সরকার ১০/০৯/২০১৪দারুন লাগলো বন্ধু।