স্বপ্নের বাড়িটা
পৃথিবীর কোলাহল থেকে বহুদূরে
সীমানা ছাড়িয়ে বিস্তীর্ণ তৃণভূমিতে
নগর সবুজের ভোরে ওঠা মন
আমারই স্বপ্নের বাড়ি
নীলাকাশ যেন ছুঁয়েছে
ঘরের ছাদ, পাখির গানে ভরেছে
আমার স্বপ্নের বাড়ির ঘ্রাণ
চোখ বুজে নয় চোখ খুলে
এ নয় স্বপ্ন আছে বাস্তবে
কাজলের ধারা ছিটিয়ে বৃষ্টির ফোঁটা
চুইয়ে-চুইয়ে দেওয়াল বেয়ে পড়ছে গোটা-গোটা
রঙীণ জীবন আর ভালবাসা পৃথিবী
আমি পেয়েছি আমার স্বপ্নের বাড়িতে...!
সীমানা ছাড়িয়ে বিস্তীর্ণ তৃণভূমিতে
নগর সবুজের ভোরে ওঠা মন
আমারই স্বপ্নের বাড়ি
নীলাকাশ যেন ছুঁয়েছে
ঘরের ছাদ, পাখির গানে ভরেছে
আমার স্বপ্নের বাড়ির ঘ্রাণ
চোখ বুজে নয় চোখ খুলে
এ নয় স্বপ্ন আছে বাস্তবে
কাজলের ধারা ছিটিয়ে বৃষ্টির ফোঁটা
চুইয়ে-চুইয়ে দেওয়াল বেয়ে পড়ছে গোটা-গোটা
রঙীণ জীবন আর ভালবাসা পৃথিবী
আমি পেয়েছি আমার স্বপ্নের বাড়িতে...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫anek bar pora holo @@@ fine
-
রাধাশ্যাম জানা ০৩/০২/২০১৫পড়ে ভাল লাগল।
-
চিরন্তন ৩১/০১/২০১৫তৃপ্ত 😊
-
কুয়াশা রায় ২৪/০১/২০১৫ভাল লাগল বেশ।
-
আবিদ আল আহসান ২৪/০১/২০১৫সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ২৪/০১/২০১৫ভাল
-
জহিরুল ইসলাম অভি ২৪/০১/২০১৫অহ! অনেক ভালো হলো ভাই।
-
জাফর পাঠান ২৪/০১/২০১৫ভাবাবেগী ভাবনা । ভালো লাগলো ।