স্তব্ধতা
বাঁকাচাঁদ আকাঁ আছে শুকতারা দূর
থেকে বাঁকা ঠোঁটে হেসে ওঠে
"কলঙ্কের রূপসি তুমি গর্ব তবে কিসে?"
সারারাত বেঁকে থেকে সূর্যের আলো
পেয়ে সাদা বিধবার সাজে কালো
আকাশের বুকে চোখ বুজে সুখী
মিটি-মিটি হাসি মাখা স্নিগ্ধতার হাসি
আকাঁ সারারাত জেগে থাকা দিবাবরির
বাঁশি, ছলনা-ললনা হয়ে চোখ টিপে
চাইতেই গলা বুজে আসে যেন পূর্ণিমার
হাইতে, ঘুমভাঙ্গা পাখিরা ফিরে গেছে
বাসায় রাতের আধাঁর-পরী স্বপ্নের
জাদুকাঠি মাঝে-মাঝে ফিস্ফিস্
করে ওঠে মন, রাতের আকাশের
চাঁদ তুমি বিলক্ষন...
থেকে বাঁকা ঠোঁটে হেসে ওঠে
"কলঙ্কের রূপসি তুমি গর্ব তবে কিসে?"
সারারাত বেঁকে থেকে সূর্যের আলো
পেয়ে সাদা বিধবার সাজে কালো
আকাশের বুকে চোখ বুজে সুখী
মিটি-মিটি হাসি মাখা স্নিগ্ধতার হাসি
আকাঁ সারারাত জেগে থাকা দিবাবরির
বাঁশি, ছলনা-ললনা হয়ে চোখ টিপে
চাইতেই গলা বুজে আসে যেন পূর্ণিমার
হাইতে, ঘুমভাঙ্গা পাখিরা ফিরে গেছে
বাসায় রাতের আধাঁর-পরী স্বপ্নের
জাদুকাঠি মাঝে-মাঝে ফিস্ফিস্
করে ওঠে মন, রাতের আকাশের
চাঁদ তুমি বিলক্ষন...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাসউদুর রহমান খান ০৯/০১/২০১৪ভাল লাগল।