স্বপ্ন মশগুল
ভিড়ের মাঝে একটুকরো স্বপ্ন
ছিটকে পড়ে কোথায়
তার নেই কোনো কূল
নেই কোনো তরী
ভাসছে হেথায়-হোথায়
বিচ্ছিন্ন স্বপ্নরাজি রাশভারি
হয়ে করছে ধূলোস্নান
আর মিটিয়ে নিচ্ছে শখ-চাহিদা
ভোরের আলো ম্লান
রক্তজবা কুসুমগুলি
করছে আনাগোনা
ভিড়ের মাঝে স্বপ্ন মশগুল
তার নেই পরিচয় নেই ঠিকানা...!
ছিটকে পড়ে কোথায়
তার নেই কোনো কূল
নেই কোনো তরী
ভাসছে হেথায়-হোথায়
বিচ্ছিন্ন স্বপ্নরাজি রাশভারি
হয়ে করছে ধূলোস্নান
আর মিটিয়ে নিচ্ছে শখ-চাহিদা
ভোরের আলো ম্লান
রক্তজবা কুসুমগুলি
করছে আনাগোনা
ভিড়ের মাঝে স্বপ্ন মশগুল
তার নেই পরিচয় নেই ঠিকানা...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইমন শরীফ ০৮/১০/২০১৪Wow! So so nice.
-
মনিরুজ্জামান শুভ্র ০২/১০/২০১৪খুব ভাল লাগলো ... ।
-
মোহাম্মদ তারেক ০২/১০/২০১৪ভীড়ের মাঝে থাকা মশগুল স্বপ্ন তার আপন ঠিকানা যেন না হারায়...ভাল লাগল।
-
মাটির মানুষ ০২/১০/২০১৪কিছু পরিচয়ে ঠিকানা লাগেনা...
-
সুলতান মাহমুদ ০২/১০/২০১৪শুভেচ্ছা।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১০/২০১৪বাট আমাদের ঠিকানা অবশ্যই আছে। পুজোর দাওয়াত চাই পিয়ালি দত্ত।
-
বেনামী পত্তনদার ০২/১০/২০১৪চমৎকার বাস্তবতা