সবুজ বর্ষা
ঘনঘোর বর্ষায় মন চঞ্চল।
বিদ্যুত থেকে থেকে, ওঠে ঝল্মল্।।
আকাশের মুখ ভারি, কালো হয়ে ওঠা।
থেকে থেকে শুধু ঝড়ে, বৃষ্টির ফোঁটা।।
মনে আজ আনন্দ, নেমেছে যে বর্ষা।
সবুজের রূপ যেন, লাগায় চোখে নেশা।।
ঝলমল ঝলমল, মুক্তার ধারা।
চারিদিকের কাকলি, মনে দেয় নাড়া।।
সবুজের আমেজে, ভোরে ওঠে মন।
উদাসী মনে ভাবি বসে, একলা কিছুক্ষণ।।
আমি যদি হতাম ...ঐ বৃষ্টির ধারা....
আকাশের বুক চিরে পড়তাম নীচে।
আর..আমি যদি হতাম ঐ ছোট্ট চারা...,
নিতাম এই প্রকৃতির দায়িত্ব সব নিজে।।
মনে মনে আজ তাই একটাই আশা....
বৃষ্টির দৌলতে, যেন সবুজ পায় ভাষা...।।
বিদ্যুত থেকে থেকে, ওঠে ঝল্মল্।।
আকাশের মুখ ভারি, কালো হয়ে ওঠা।
থেকে থেকে শুধু ঝড়ে, বৃষ্টির ফোঁটা।।
মনে আজ আনন্দ, নেমেছে যে বর্ষা।
সবুজের রূপ যেন, লাগায় চোখে নেশা।।
ঝলমল ঝলমল, মুক্তার ধারা।
চারিদিকের কাকলি, মনে দেয় নাড়া।।
সবুজের আমেজে, ভোরে ওঠে মন।
উদাসী মনে ভাবি বসে, একলা কিছুক্ষণ।।
আমি যদি হতাম ...ঐ বৃষ্টির ধারা....
আকাশের বুক চিরে পড়তাম নীচে।
আর..আমি যদি হতাম ঐ ছোট্ট চারা...,
নিতাম এই প্রকৃতির দায়িত্ব সব নিজে।।
মনে মনে আজ তাই একটাই আশা....
বৃষ্টির দৌলতে, যেন সবুজ পায় ভাষা...।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।