সবার উপরে
সবার উপরে মানুষ সত্য
তাহার পরে নাই
এই কথাটি বলতে গেলেই
মনে পরে তাই
পথে-ঘাটে অ্যাক্সিডেন্টে
পরে থাকলে পরে
তুলে নিয়ে হসপিটালে
কে আর অ্যাডমিট করে
পুলিশ বাবাও হয় হয়রান
করলে পরে দোষ
এরাই আবার মানুষ...
এ যে মানুষেরই রোষ
পশুর কথা বাদই দিলাম
দয়ায় গড়া শরীর
মানুষ বলে গণ্য হয়েও
নেই দয়ার শরীর
জোরে বোলো না আস্তে বলো
শুনলে পরে সে
সবার উপরে মানুষ সত্য
বলবে আর কে...?
তাহার পরে নাই
এই কথাটি বলতে গেলেই
মনে পরে তাই
পথে-ঘাটে অ্যাক্সিডেন্টে
পরে থাকলে পরে
তুলে নিয়ে হসপিটালে
কে আর অ্যাডমিট করে
পুলিশ বাবাও হয় হয়রান
করলে পরে দোষ
এরাই আবার মানুষ...
এ যে মানুষেরই রোষ
পশুর কথা বাদই দিলাম
দয়ায় গড়া শরীর
মানুষ বলে গণ্য হয়েও
নেই দয়ার শরীর
জোরে বোলো না আস্তে বলো
শুনলে পরে সে
সবার উপরে মানুষ সত্য
বলবে আর কে...?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজন সারথি ১২/০৯/২০১৪আজকের চন্ডিদাস!!!!!!!!!!!
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৬/০৮/২০১৪বাহ বেশ লাগল।
-
আবু সাহেদ সরকার ০৬/০৮/২০১৪আপনি দেখছি ছন্দের যাদুকর। একটি প্রতিচ্ছবি কেমন ছন্দে ছন্দে বলে দিলেন। very nice.
-
সাইদুর রহমান ০৬/০৮/২০১৪দারুণ ভাবনা।
উপস্থাপনাও সুন্দর। -
আসগার এইচ পারভেজ ০৬/০৮/২০১৪অসাধারণ ভাবনা, সুন্দর লেখনী, খুব ভালো....
-
সুরজিৎ সী ০৬/০৮/২০১৪"সবার উপরে মানুষ সত্য, তাহার পরে নাই"-- বর্তমান মনুষ্য সমাজে তা প্রকাশ পায় না।
অসাধারন একটা লেখা পড়লাম।
শুভেচ্ছা রইল নিরন্তর। -
রামবল্লভ দাস ০৬/০৮/২০১৪খুব ভালো ; তবে " সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই " হবে কারণ ঐ লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার লাইন ।।
-
ইসমাইল জসীম ০৫/০৮/২০১৪ভালোই বলেছো তুমি।