শুধু আমি
সারা রাত জেগে বসে আছি
নেই কোন খবর
গভীর রাতে ঘুমের ঘোরে
বাসি চোখের পাতা ভিজে
ফ্যানের একটানা ঘর-ঘর আওয়াজ
নিশুথী রাতে জাগা পাখী ডাকে
বলে তার কথা...আর আমি
...আমার নেই কিছু বলার
নেই কেউ শোনার
আছে শুধু আমার মন
আর শুধু আমি...!
নেই কোন খবর
গভীর রাতে ঘুমের ঘোরে
বাসি চোখের পাতা ভিজে
ফ্যানের একটানা ঘর-ঘর আওয়াজ
নিশুথী রাতে জাগা পাখী ডাকে
বলে তার কথা...আর আমি
...আমার নেই কিছু বলার
নেই কেউ শোনার
আছে শুধু আমার মন
আর শুধু আমি...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ০২/০৬/২০১৪বেশ চমৎকার লাগলো। আমার পাতায় আমন্ত্রণ।
-
সফিউল্লাহ আনসারী ১১/০৫/২০১৪ভালো লিখেছেন কবি...
-
আশিক রহমান ০৫/০৫/২০১৪সারা রাত জাগবেন না,
শরীর খারাপ হয়ে যাবে।
এত বেশী স্বপ্ন দেখবেন না,
অপূর্ণ থেকে যাবে। -
আবুল বাশার শেখ ০৫/০৫/২০১৪েলখার প্র িত আরো যত্নশীল হউন।
-
কবি মোঃ ইকবাল ০৪/০৫/২০১৪অপেক্ষা করো,সে আসবেই।
-
এস,বি, (পিটুল) ০২/০৫/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার পেজর আমন্ত্রন জানাই।
-
মুনিরুল্লাহ রাইয়ান ০২/০৫/২০১৪সুন্দর ভাবনা