www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ ইচ্ছে

তুমি চলে গেলে কিন্তু বলে গেলে না কবে
আসবে, সবেমাত্র সন্ধ্যামালতি সন্ধ্যার গোধূলি
লগ্নে ফুঁটতে শুরু করেছে, ক্লান্ত পাখিরাও
দিশাহীনভাবে উড়ে চলেছে বাসায়
গাছের শাখা থেকে অনেক পাতা ঝড়ে
গেছে, চৈত্রের বাতাস থম্‌কে দাঁড়িয়ে
তুমি আবার কবে আসবে হাতটা বাড়িয়ে
কেবলই ডাকছে আমার হৃদয়।

শুধু একটাই প্রার্থনা শীতের সময়
নলেন গুড়ের সন্দেশ খেতে এসো
বর্ষার সময় ইলিশ পাতুরি
আর গ্রীষ্মের সময় পাকা আম
জানি ভালোলাগা বদলে যায়
সময়ের সাথে, কিন্তু ভালোবাসা
মায়ার বাঁধন দৃঢ়মুষ্টিতে আষ্ঠে-পৃষ্ঠে
জড়িয়ে ধরলে পারবে না তাকে এড়াতে

শুধু একটাই প্রার্থনা দোলে এসো
তোমার নরম গালে গরম শরীরে
দেবো একটু আবীরের ছোঁয়া
নববর্ষে এসো নতুন জামা-কাপড়ের
গন্ধ শোকার কাঙাল বাসনা নিয়ে
আর দুর্গাপূজাতে অতি-অব্যশই
এসো চিরবাঙালীর মনের কামনা
হয়ে ধরা দিয়ো ঐ চারটে দিন
বির্সজনে তুমি চলে যেও,শুধু থাকবে নীলকন্ঠ পাখির ছায়া...!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিমুদা ২২/০৮/২০১৪
    খুব সুন্দর ভাবে দেবীকে আহব্বান।
  • খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
  • אולי כולנו טועים ০৩/০১/২০১৪
    opurbo akti kobita !
 
Quantcast