সান্ত্বনা
শান্ত মনে মনকে বলি
হও এবার শান্ত
মিথ্যে আশার দিনগুলো সব
হবে সব অন্ত
কষ্ট করা দিনগুলোতে
জ্বলছে হাজার বাতি
রাতের শেষে ঘুমিয়ে পড়ে
নতুন দিনের সাথি
জ্বলছে জ্বলুক বাসনাখানি
রাখবে মণিকোঠায়
মিথ্যে আশার দিনগুলো সব
নিভবে যেন সেথায়...।
হও এবার শান্ত
মিথ্যে আশার দিনগুলো সব
হবে সব অন্ত
কষ্ট করা দিনগুলোতে
জ্বলছে হাজার বাতি
রাতের শেষে ঘুমিয়ে পড়ে
নতুন দিনের সাথি
জ্বলছে জ্বলুক বাসনাখানি
রাখবে মণিকোঠায়
মিথ্যে আশার দিনগুলো সব
নিভবে যেন সেথায়...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ০৪/০৮/২০২০খুব ভালো
-
আবু সাহেদ সরকার ০৭/০৭/২০১৫বেশ সুন্দর লাগলো ছড়াটি। আমার পাতায় দেখছি না আপনাকে?
-
মোঃ জুলফিকার আলী ০৭/০৭/২০১৫সুন্দর অনেক সুন্দর। ধন্যবাদ।
-
মোবারক হোসেন ০৪/০৭/২০১৫অস্থির ছিলাম,আপনার কবিতা পড় শান্ত হলাম।ধন্যবাদ আপনাকে।
-
কিশোর কারুণিক ০৩/০৭/২০১৫শান্তি পেলাম
-
আর. কে. (র্নিবাক আমি) ০১/০৭/২০১৫বেশ.... ভালই সান্ত্বনা দিলেন ।।
সুন্দর লেগেছে ।। -
শাহাদাত হোসেন রাতুল ০১/০৭/২০১৫বেশ লাগ্ল !!