সন্তানহীনা মা
চোখটা করে ওঠে ছল্ছল্, যখন কেউ বলে সন্তানহীনা।
জিজ্ঞাসুদের প্রতি তাই প্রশ্ন, তোমরা মায়ের মূল্য দেবে কিনা?
নিষ্ঠুর মন, পাপী হয়ে ওঠা, হিংস্র প্রশ্নের ঘাতে,
অবলা মনটা হয় ছারখার, ভাবে পড়েনি প্রসাদ তার পাতে!
তোলপাড় বুকে, সুমুখে দাড়িয়ে, প্রশ্নটা যে তার...
কোন পাপে হলটা এমন, দোষটা বলো কার?
শূণ্য বুকে, শূণ্য হাতে; খালি কেদে মাথা কুঁড়ে...!
শরীর, মনকে ছাপিয়ে, দুটি ফুল তোর আছে ওরে..,
মায়ের মতো বুকে করে রেখেছিস্ যে তাদের,
স্বপ্ন নয়, বাস্তবে, ওরে সন্তানটা তবে কাদের?
মাতৃস্নেহ দিয়ে আগলানো, কৃষ্ঞ যে যশোদার...
বুকে হাত দিয়ে বলতে কি পেরেছে, কৃষ্ঞ যে নয় তার...?
হিংস্র, দাঁতাল পশুর মতো, এ প্রশ্ন যাদের...
মা হওয়ার অধিকার কি, পৃথিবীতে আছে তাদের?
বেদনার অশ্রুজলে, হবে কী তাদের ভালো?
সাদা, তামাটে যে রংই হোক, মনটা যে তাদের কালো..!
তারা কী বুঝবে মূল্য, যা হয়েছিল যশোদার...!
রক্তের চেয়ে ভালোবাসা বড়, বোঝানোটাই তাদের সার।
দু'হাত তুলে কাছে ডাকা ঐ, ভালোবাসার হাতছানি,
পরোয়া করিনা, দুনিয়ার কথা, করে কেবল কানাকানি।
ভালো-মন্দের বিচার যদি বুঝতোই সব তারা...,
কুটিল পথ ধরে বিশ্বটাকে তবে নোংড়া করতো কারা?
...এত প্রশ্নের কানাকড়িতে, নও তুমি সন্তানহীনা....,
আমরা দিই, এবার তুমি বলো মা, মূল্য দেবে কিনা?...
..........আমাদের তুমি মূল্য দেবে কিনা?......
...................নও তুমি সন্তানহীনা........।
জিজ্ঞাসুদের প্রতি তাই প্রশ্ন, তোমরা মায়ের মূল্য দেবে কিনা?
নিষ্ঠুর মন, পাপী হয়ে ওঠা, হিংস্র প্রশ্নের ঘাতে,
অবলা মনটা হয় ছারখার, ভাবে পড়েনি প্রসাদ তার পাতে!
তোলপাড় বুকে, সুমুখে দাড়িয়ে, প্রশ্নটা যে তার...
কোন পাপে হলটা এমন, দোষটা বলো কার?
শূণ্য বুকে, শূণ্য হাতে; খালি কেদে মাথা কুঁড়ে...!
শরীর, মনকে ছাপিয়ে, দুটি ফুল তোর আছে ওরে..,
মায়ের মতো বুকে করে রেখেছিস্ যে তাদের,
স্বপ্ন নয়, বাস্তবে, ওরে সন্তানটা তবে কাদের?
মাতৃস্নেহ দিয়ে আগলানো, কৃষ্ঞ যে যশোদার...
বুকে হাত দিয়ে বলতে কি পেরেছে, কৃষ্ঞ যে নয় তার...?
হিংস্র, দাঁতাল পশুর মতো, এ প্রশ্ন যাদের...
মা হওয়ার অধিকার কি, পৃথিবীতে আছে তাদের?
বেদনার অশ্রুজলে, হবে কী তাদের ভালো?
সাদা, তামাটে যে রংই হোক, মনটা যে তাদের কালো..!
তারা কী বুঝবে মূল্য, যা হয়েছিল যশোদার...!
রক্তের চেয়ে ভালোবাসা বড়, বোঝানোটাই তাদের সার।
দু'হাত তুলে কাছে ডাকা ঐ, ভালোবাসার হাতছানি,
পরোয়া করিনা, দুনিয়ার কথা, করে কেবল কানাকানি।
ভালো-মন্দের বিচার যদি বুঝতোই সব তারা...,
কুটিল পথ ধরে বিশ্বটাকে তবে নোংড়া করতো কারা?
...এত প্রশ্নের কানাকড়িতে, নও তুমি সন্তানহীনা....,
আমরা দিই, এবার তুমি বলো মা, মূল্য দেবে কিনা?...
..........আমাদের তুমি মূল্য দেবে কিনা?......
...................নও তুমি সন্তানহীনা........।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।