প্রতিবাদ
বনানীর ফাঁকে-ফাঁকে আলো
জ্বালিয়ে চলছে লোকগুলো
সঙ্গে প্রতিবাদের কঠোর
শব্দ উপচে পড়ছে সারা গায়ে
লক্ষ-লক্ষ অজানা মানুষ গাইছে
তাদের জীবন গাঁথা
মারণ ফাঁদকে তুচ্ছ করে
চলছে বাঁচার লড়াই আর
তাই...ঠিক সেইজন্যই আগুন
জ্বালিয়ে তারা তাদের
প্রতিবাদ জানায়...!
জ্বালিয়ে চলছে লোকগুলো
সঙ্গে প্রতিবাদের কঠোর
শব্দ উপচে পড়ছে সারা গায়ে
লক্ষ-লক্ষ অজানা মানুষ গাইছে
তাদের জীবন গাঁথা
মারণ ফাঁদকে তুচ্ছ করে
চলছে বাঁচার লড়াই আর
তাই...ঠিক সেইজন্যই আগুন
জ্বালিয়ে তারা তাদের
প্রতিবাদ জানায়...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ২০/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার আমন্ত্রন জানাই।
-
বিপ্লব সিংহ ০২/০৪/২০১৪কবিতা পড়িয়া আপনার
মনে পড়িল আমার
ইতিহাস-বাংলার পাতায়
কত'ই না পড়িয়াছি আপনারি মতো সেথায়। -
মুনিরুল্লাহ রাইয়ান ০১/০৪/২০১৪কিসের প্রতিবাদ?