প্রকৃতি আমার
মেঠো পথ বেয়ে নীল আকাশের চলা
সবুজ ধানক্ষেত সারি-সারি গাছের কথা বলা
স্নিগ্ধ মধুর বাতাসে ভোরের আলোর হাসি
সূর্যিমামার নতুন দিনের সাজে বাজায় বাঁশি
ফুলের ডালি সরিয়ে দিয়ে গাইছে পাখি গান
মাছগুলো জলে করে খেলা বৌরা করে স্নান
জেলেরা সব জাল নিয়ে পাতে মাছের ফাঁদ
চোখ ছল্ছল্ দস্যি ছেলের যায় দেখা ঐ চাঁদ
সুদূর রাস্তা মেঠো পথ ধরে গিয়ে চলেছে বেঁকে
যায় বেদেনীরা পথের ধুলায় পায়ের ছাপ রেখে
গরম খাস্তা পথের ধারে দোকান রাশি-রাশি
এলো চুলে যায় চলে যায় গ্রামের মাসি-পিসি
মধুর গানে প্রান যে মাতায় দোয়েল কোয়েল ময়না
আসব ফিরে মাটির ঘরে শহরে মন রয় না....!
সবুজ ধানক্ষেত সারি-সারি গাছের কথা বলা
স্নিগ্ধ মধুর বাতাসে ভোরের আলোর হাসি
সূর্যিমামার নতুন দিনের সাজে বাজায় বাঁশি
ফুলের ডালি সরিয়ে দিয়ে গাইছে পাখি গান
মাছগুলো জলে করে খেলা বৌরা করে স্নান
জেলেরা সব জাল নিয়ে পাতে মাছের ফাঁদ
চোখ ছল্ছল্ দস্যি ছেলের যায় দেখা ঐ চাঁদ
সুদূর রাস্তা মেঠো পথ ধরে গিয়ে চলেছে বেঁকে
যায় বেদেনীরা পথের ধুলায় পায়ের ছাপ রেখে
গরম খাস্তা পথের ধারে দোকান রাশি-রাশি
এলো চুলে যায় চলে যায় গ্রামের মাসি-পিসি
মধুর গানে প্রান যে মাতায় দোয়েল কোয়েল ময়না
আসব ফিরে মাটির ঘরে শহরে মন রয় না....!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৭/০৫/২০১৪asbo fera matir ghora.