পল্টুবাবু
ও পাড়ার পল্টুবাবু মজাদার ভারি
অকারন-বেকারনে রাগে খালি-খালি
ইলিশের মরশুমে চাই তার ইলিশ
না পেলে মুখ ভারি করে জুতো পালিশ
বেটে-খাটো মোটা-সোটা সুপুরি দেন মুখে
আপন মনে পথ চলেন জানে কোন সুখে
পায়ে চটি মাথায় ছাতা শীত-গ্রীষ্ম-বর্ষা
বারো মাসে তেরো বারই চাই দোকানের খাস্তা
কুস্তিতে তুখোর বাপ করে ঘুষোঘুষি
দিন নেই রাত নেই বৌকে দেয় ঘুষি
রগচটা বাবু ভাই কিসে পান শান্তি
বোঝে না ভালো নিজেকেই করে কেবল অশান্তি...
অকারন-বেকারনে রাগে খালি-খালি
ইলিশের মরশুমে চাই তার ইলিশ
না পেলে মুখ ভারি করে জুতো পালিশ
বেটে-খাটো মোটা-সোটা সুপুরি দেন মুখে
আপন মনে পথ চলেন জানে কোন সুখে
পায়ে চটি মাথায় ছাতা শীত-গ্রীষ্ম-বর্ষা
বারো মাসে তেরো বারই চাই দোকানের খাস্তা
কুস্তিতে তুখোর বাপ করে ঘুষোঘুষি
দিন নেই রাত নেই বৌকে দেয় ঘুষি
রগচটা বাবু ভাই কিসে পান শান্তি
বোঝে না ভালো নিজেকেই করে কেবল অশান্তি...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।