পিপড়েঁ
ছোট্ট কাটা জ্বালা প্রচুর
সামনে কেমন অন্ধকার
জগৎ জোড়া আলো এবার
পাচ্ছে কেবল বন্ধদ্বার
খুলবি আয় আয় রে তোরা
সাড়া জাগা মাথা তুলে
ছোট্ট একটা পতঙ্গকে
পাস না ভয় যা চলে
কালো রং সর্ববেদনার
অন্ধকারের জ্বালা
সেই কালোকেই ঘোচাতে হবে
আলোর হাওয়ার পালা...!
সামনে কেমন অন্ধকার
জগৎ জোড়া আলো এবার
পাচ্ছে কেবল বন্ধদ্বার
খুলবি আয় আয় রে তোরা
সাড়া জাগা মাথা তুলে
ছোট্ট একটা পতঙ্গকে
পাস না ভয় যা চলে
কালো রং সর্ববেদনার
অন্ধকারের জ্বালা
সেই কালোকেই ঘোচাতে হবে
আলোর হাওয়ার পালা...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ২২/০৭/২০১৮চমৎকার লেগেছে
-
আব্দুল মান্নান মল্লিক ২৫/০৪/২০১৫বেশ ভাল কবি, আরও লিখতে থাকেন।
-
সাইদুর রহমান ২৩/০৪/২০১৫খুব ভালো লাগলো কবিতাটি।
অনেক শুভেচ্ছা। -
স্বাধীন আমিনুল ইসলাম ২১/০৪/২০১৫দারুন। খুব ভাল লাগল।
-
সবুজ আহমেদ কক্স ২১/০৪/২০১৫অনেক ভালো লাগলো পড়ে
-
SOUMEN BANERJEE ২১/০৪/২০১৫মন্দ নয় , মজা আছে...
-
রক্তিম ২১/০৪/২০১৫ছোট্ট বটে কিন্ত জ্বালা প্রচুর । ভালো লেগেছে।
-
আনন্দ মোহন বিশ্বাস ২১/০৪/২০১৫দারুন !