পেরিয়ে আকাশ
ঘন কালো সাদা মেঘের
পেঁজায় দিয়ে পারি
হবো আমি আকাশযাত্রী
সূর্য দিনের সারি
মাত্রাগুলো যাব ছারিয়ে
ভ্রমর ফুলের কলি
শঙ্খচিলের পাখায় বসে
বলবো এবার চলি
সাধ্যি আমার নেই কো যেন
উড়তি পাখায় বসা
স্ব্প্ন গুলো সাজাই আমি
রঙীণ হওয়ার নেশা...!
পেঁজায় দিয়ে পারি
হবো আমি আকাশযাত্রী
সূর্য দিনের সারি
মাত্রাগুলো যাব ছারিয়ে
ভ্রমর ফুলের কলি
শঙ্খচিলের পাখায় বসে
বলবো এবার চলি
সাধ্যি আমার নেই কো যেন
উড়তি পাখায় বসা
স্ব্প্ন গুলো সাজাই আমি
রঙীণ হওয়ার নেশা...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ০৪/০৮/২০২০খুব সুন্দর হয়েছে
-
মোঃ জুলফিকার আলী ২৭/১১/২০১৬অন্তমিলের কবিতা পড়তে ভাল লাগে। অনেক সুন্দর হয়েছে। আরও লিখুন।
-
মোবারক হোসেন ২৯/০৮/২০১৫স্বপ্ন সুন্দর হোক। ভাল লাগলো পড়ে।
-
জাফর পাঠান ২৮/০৮/২০১৫ছন্দ রসে সিক্ত হয়ে গেলাম । ভালো থাকুন নিরবধি ।
-
কল্লোল বেপারী ২৭/০৮/২০১৫সুন্দর।
-
সমরেশ সুবোধ পড়্যা ২৭/০৮/২০১৫সুন্দর কবিতা।
-
শাহাদাত হোসেন রাতুল ২৭/০৮/২০১৫ভাল লাগলো !!
-
নাবিক ২৭/০৮/২০১৫সুন্দর
-
কিশোর কারুণিক ২৭/০৮/২০১৫বেশ