নতুন পথের দিকে
কাটছে জীবন কাটছে কাল
কাটছে না কেন প্রহর
সকাল-সন্ধ্যে চোখের সামনে
নতুন এক শহর
ভালো-মন্দের মাঝে দঁাড়িয়ে
হাজার প্রশ্নের মাঝে
মন লাগে না তবুও থাকি
হাজার রঙীণ কাজে
নতুন দেশ নতুন শহর
নতুন জীবনযাত্রা
নির্বিক হয়ে পথের মাঝে
ভাষার নেই তো মাত্রা
শহর ছেড়ে বাড়ি ছেড়ে
আছি অনেক দূরে
আশা করি হবো জয়ী
জীবন গানের সুরে...!
কাটছে না কেন প্রহর
সকাল-সন্ধ্যে চোখের সামনে
নতুন এক শহর
ভালো-মন্দের মাঝে দঁাড়িয়ে
হাজার প্রশ্নের মাঝে
মন লাগে না তবুও থাকি
হাজার রঙীণ কাজে
নতুন দেশ নতুন শহর
নতুন জীবনযাত্রা
নির্বিক হয়ে পথের মাঝে
ভাষার নেই তো মাত্রা
শহর ছেড়ে বাড়ি ছেড়ে
আছি অনেক দূরে
আশা করি হবো জয়ী
জীবন গানের সুরে...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৭/০৬/২০১৪"নির্বিক হয়ে পথের মাঝে" সুন্দর লাইন।
-
আবু সাহেদ সরকার ০৭/০৬/২০১৪দারুন ছন্দের রুপ দেন গো... কবি! আমার পাতায় আসতে ভুলবেন না কিন্তু?
-
স্বপ্নবাজ ০৭/০৬/২০১৪দারুন ছন্দের খেলা, চমৎকার কাব্য
-
মোঃওবায় দুল হক ০৭/০৬/২০১৪দাদা খুব ভাললাগল!
-
কবি মোঃ ইকবাল ০৬/০৬/২০১৪চমৎকার লিখনী দিদি।