নবরূপা প্রকৃতি
আজ বৃষ্টি-বাদল দিনে নাচে মন
নাচে প্রকৃতি নাচে মন-ময়ূরী
সোনা-সোনা জগৎ হল অ-চেনা
চেনা-চেনা মন যায় না জানা
ঘন-ঘনঘোর ঝর-ঝরঝোর
পাগল বাতাস এলো
বয়ে নিয়ে গেল
জীর্ণ প্রকৃতি প্রাণ আবার ফিরে পেল
সবুজ পাতার দোলায় দোলায়
বাজল মাদল ধ্বনি
ঘরে থেকো না আর সখীরা
জলের আওয়াজ শুনি
বাইরে এসো বাদল দিনে
দেখো প্রকৃতির রূপ
বৃষ্টি ঝরা সোনা প্রকৃতি
জগতে ভরাল সুখ...
নাচে প্রকৃতি নাচে মন-ময়ূরী
সোনা-সোনা জগৎ হল অ-চেনা
চেনা-চেনা মন যায় না জানা
ঘন-ঘনঘোর ঝর-ঝরঝোর
পাগল বাতাস এলো
বয়ে নিয়ে গেল
জীর্ণ প্রকৃতি প্রাণ আবার ফিরে পেল
সবুজ পাতার দোলায় দোলায়
বাজল মাদল ধ্বনি
ঘরে থেকো না আর সখীরা
জলের আওয়াজ শুনি
বাইরে এসো বাদল দিনে
দেখো প্রকৃতির রূপ
বৃষ্টি ঝরা সোনা প্রকৃতি
জগতে ভরাল সুখ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুদা ২২/০৮/২০১৪অদ্ভুত!!! ভাল লাগা থেকে যায়
-
রাধাশ্যাম জানা ০৩/০৭/২০১৪সুন্দর ছন্দ পেলাম…এগিয়ে য়াও বন্ধু…
-
মুনিরুল্লাহ রাইয়ান ১৯/০৬/২০১৪দারুন লিখেছো কবি
-
টি আই রাজন ১৭/০৬/২০১৪খুব সুন্দর কবি। ভাল লাগল ছন্দের খেলা।
-
মোঃ সোহেল মাহমুদ ১৭/০৬/২০১৪দারুন লাগলো। ভালো লাগলো পড়ে। আমার পাতায় আমন্ত্রণ রইলো..
-
আবু সাহেদ সরকার ১৭/০৬/২০১৪দারুন লাগলো গো কবি বন্ধু।
-
কবি মোঃ ইকবাল ১৭/০৬/২০১৪অসাধারন লিখনী।
শুভ কামনা রইলো।