মরীচিকা
সুদূর মরীচিকা আমি দেখেছি স্বপ্নে
অঙ্গের শোভাখানি খুলে বসনা
সাতরঙা মণিহারে দামি সব রত্নে
একেঁছি আলেখ্য নেশা বিভোর যন্ত্রনা
মাতাল বাঁশির সুর বাজিয়েছ তুমি
বিরোহিনী রাধা তবু আমি নই
চক্ষু মুদে চাইতেই চেয়েছি আমি
শঙ্খচিল উড়ে গেল আকাশ অথৈ
গুনগুন-গুঞ্জনে ভ্রমরও মরীচিকা
ধূপকাঠি আগুন জ্বলে শরীরে জ্বালা
প্রদীপ তবু সলতে নই বাদাম খোসা
পড়ে আছি সুদূরের কবিতার মালা
বেনুবনে হাহাকার শেয়ালের ডাক
শেয়ালকাঁটা ছুঁয়েছে বেতালের হাক
থাক্-থাক্ সব থাক্ সবকিছু থাক্ পরে
আমি চাই না কিছু আর মরীচিকার ঘরে...
অঙ্গের শোভাখানি খুলে বসনা
সাতরঙা মণিহারে দামি সব রত্নে
একেঁছি আলেখ্য নেশা বিভোর যন্ত্রনা
মাতাল বাঁশির সুর বাজিয়েছ তুমি
বিরোহিনী রাধা তবু আমি নই
চক্ষু মুদে চাইতেই চেয়েছি আমি
শঙ্খচিল উড়ে গেল আকাশ অথৈ
গুনগুন-গুঞ্জনে ভ্রমরও মরীচিকা
ধূপকাঠি আগুন জ্বলে শরীরে জ্বালা
প্রদীপ তবু সলতে নই বাদাম খোসা
পড়ে আছি সুদূরের কবিতার মালা
বেনুবনে হাহাকার শেয়ালের ডাক
শেয়ালকাঁটা ছুঁয়েছে বেতালের হাক
থাক্-থাক্ সব থাক্ সবকিছু থাক্ পরে
আমি চাই না কিছু আর মরীচিকার ঘরে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।