মারণখেলা
ঝরেছে রক্ত অনেক
আর না দিও না কঠিন শাস্তি
সময়ও পেয়েছে ভয়
চারিদিকের পরিস্থিতিতে
একদিন স্বপ্ন দেখেছিল ওরা
বলেছিল করবে প্রাণপন চেষ্টা
তুলে দেবে ভাত ছোট শিশুদের মুখে
কিন্তু তার হয়নি কিছুই
একদিন পাড়ার কুকুরগুলো
ছুটে এসেছিল খাবারের খোঁজে
একটুকরো পাউরুটি নিয়ে
করেছিল ঝুটোপুটি
চারিদিকের পরিস্থিতিতে
ওরাও পেয়েছে ভয়
আর না...ঝরেছে রক্ত অনেক
বন্ধ করো এবার এ কঠিন মারণখেলা...!
আর না দিও না কঠিন শাস্তি
সময়ও পেয়েছে ভয়
চারিদিকের পরিস্থিতিতে
একদিন স্বপ্ন দেখেছিল ওরা
বলেছিল করবে প্রাণপন চেষ্টা
তুলে দেবে ভাত ছোট শিশুদের মুখে
কিন্তু তার হয়নি কিছুই
একদিন পাড়ার কুকুরগুলো
ছুটে এসেছিল খাবারের খোঁজে
একটুকরো পাউরুটি নিয়ে
করেছিল ঝুটোপুটি
চারিদিকের পরিস্থিতিতে
ওরাও পেয়েছে ভয়
আর না...ঝরেছে রক্ত অনেক
বন্ধ করো এবার এ কঠিন মারণখেলা...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান ০৩/০৯/২০১৪কবি বেশ ভালো হইছে
-
সাইদুর রহমান ২২/০৮/২০১৪চমৎকার কাব্য।
শুভেচ্ছা নিবেন। -
মঞ্জুর হোসেন মৃদুল ২১/০৮/২০১৪অসাধারন ভাবনায় চমৎকার লেখনী।
-
শিমুদা ২১/০৮/২০১৪বন্ধ করো এবার এ কঠিন মরণে খেলা...!
ভাল লেগেছে। -
আবু আফজাল মোহাঃ সালেহ ২১/০৮/২০১৪খুব ভাল লেখা আপু
-
আবু সাহেদ সরকার ২১/০৮/২০১৪মারণখেলা পড়ে আমারও ভয় লাগলো বন্ধু। তবে মারণখেলা-মরণখেলা হবে মনে হয়।
-
নাবিক ২১/০৮/২০১৪ভালো লাগলো...