মমতাময়ী মা
হিম-লাগানো হাত দুখানির স্পর্শ স্নেহমাখা,
ছোট্ট চারার ছত্রছায়া, যেমন গাছের শাখা।
ঠিক তেমনি মায়ের মুখ,মায়ের ছত্রছায়া,
ডাকছে কেবল আয়রে কাছে,জড়িয়ে ধরছে মায়া।
মায়ের কোলে মাথা রেখে পাচ্ছি স্বর্গ-সুখ,
মিষ্টি মায়ের মিষ্টি হাসি, ভোলায় সর্ব-দুখ।
তাক্ লাগানো, মন মাতানো, সুনিপুণ হাতের কাজে,
কোথায় পাবো এমন মহিমা, এটা মাকেই কেবল সাজে।
রান্না ভারি, কথা নেই তার, পাচ্ছে কেবল ক্ষিদে,
স্নেহমাখা মার রান্নার স্বাদ, হৃদয়ে যাচ্ছে সিধে।
মায়ের ডাকে সুখ যে কত..., বুঝছে জীবন মানে!
বারে-বারে যাই, ছুটে চলে যাই,মায়ের মায়ার টানে।।
ছোট্ট চারার ছত্রছায়া, যেমন গাছের শাখা।
ঠিক তেমনি মায়ের মুখ,মায়ের ছত্রছায়া,
ডাকছে কেবল আয়রে কাছে,জড়িয়ে ধরছে মায়া।
মায়ের কোলে মাথা রেখে পাচ্ছি স্বর্গ-সুখ,
মিষ্টি মায়ের মিষ্টি হাসি, ভোলায় সর্ব-দুখ।
তাক্ লাগানো, মন মাতানো, সুনিপুণ হাতের কাজে,
কোথায় পাবো এমন মহিমা, এটা মাকেই কেবল সাজে।
রান্না ভারি, কথা নেই তার, পাচ্ছে কেবল ক্ষিদে,
স্নেহমাখা মার রান্নার স্বাদ, হৃদয়ে যাচ্ছে সিধে।
মায়ের ডাকে সুখ যে কত..., বুঝছে জীবন মানে!
বারে-বারে যাই, ছুটে চলে যাই,মায়ের মায়ার টানে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৭/০১/২০১৪khubi sundor akti kobita .
-
দীপঙ্কর বেরা ০৬/০১/২০১৪Bhalo laglo pore. Khub Sundar