কবি হয়ে
কবি হয়ে কবিতা লিখে চাই নাম করতে
স্বপ্নের জাদুকাঠি ধরতে কেবল চাই
নামি-দামি কবিদের স্বীকৃতি না পেলেও
একবিন্দু ধরতে চাই আকাশের চাঁদকে
শরতের মনোরম ছোঁয়া শীতের গরম
আবেশ শরীরে আঁকরে ধরে চলতে নেই
দোষ, তবু যদি দোষ বল তুমি
তবে আমি বলব- আমি বলব গুণ
আছে সবার তবে দোষ আছে কজনার
চিন্তামণির চিন্তার আলোকে ম্লান করে
আমি সুদুর পথ হাঁটতে চাই স্নান করে
কবি হয়ে কবিতা লিখে চাই নাম করতে
তাই কিনে রেখেছি রায়জাদা পোশাক
তাই ভেবে রেখেছি ছদ্মনাম আর
অতি অবশ্যই কবিতার খাতা...।
স্বপ্নের জাদুকাঠি ধরতে কেবল চাই
নামি-দামি কবিদের স্বীকৃতি না পেলেও
একবিন্দু ধরতে চাই আকাশের চাঁদকে
শরতের মনোরম ছোঁয়া শীতের গরম
আবেশ শরীরে আঁকরে ধরে চলতে নেই
দোষ, তবু যদি দোষ বল তুমি
তবে আমি বলব- আমি বলব গুণ
আছে সবার তবে দোষ আছে কজনার
চিন্তামণির চিন্তার আলোকে ম্লান করে
আমি সুদুর পথ হাঁটতে চাই স্নান করে
কবি হয়ে কবিতা লিখে চাই নাম করতে
তাই কিনে রেখেছি রায়জাদা পোশাক
তাই ভেবে রেখেছি ছদ্মনাম আর
অতি অবশ্যই কবিতার খাতা...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১২/২০১৪অনেক সুন্দর হয়েছে কবিতাটি অনেক ভালো লাগলো।
-
শিমুদা ২২/০৮/২০১৪কবির উদ্দেশ্যে কবিতার বর্ণনায়। আর কোন প্রশ্ন করার দরকার নেই। কবি হয়ে তুমি কি করবে? খুব ভাল।
-
এস,বি, (পিটুল) ৩০/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো কবি।
-
אולי כולנו טועים ০১/০১/২০১৪নববর্ষের
শুভেচ্ছা