জনসাধারণ
হাড়িকাঠে হচ্ছে বলি জনসাধারণ
বার-বার থামে সব থামে না মারণ
কলকেটা খালি আজ পেটে বড় ক্ষিদে
সোজা পথে চলতে গিয়ে মেরুদন্ড সিধে
খাম-খেয়ালি আছে প্রচুর আছে মস্ত ভুল
সবকিছুর হিসেব নিয়ে এবার করো উশুল
ঝাঁটা-লাঠি ফেলে দিয়ে হাতে-হাত ধরি
আমরা জনসাধারণ এই গর্বই করি...!
বার-বার থামে সব থামে না মারণ
কলকেটা খালি আজ পেটে বড় ক্ষিদে
সোজা পথে চলতে গিয়ে মেরুদন্ড সিধে
খাম-খেয়ালি আছে প্রচুর আছে মস্ত ভুল
সবকিছুর হিসেব নিয়ে এবার করো উশুল
ঝাঁটা-লাঠি ফেলে দিয়ে হাতে-হাত ধরি
আমরা জনসাধারণ এই গর্বই করি...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ২৮/০৪/২০১৪চমৎকার !
-
এস,বি, (পিটুল) ২২/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতায় আসার আমন্ত্রন জানাই।