জীবন বড় কঠিন
জীবন তুমি বড় কঠিন
সময়ের মাপা স্কুলে নও স্বাধীন
ছোটবেলায় বাবা-মার বাধ্য
লঙ্ঘন করা নয় সাধ্য
একটু বড় তারপর দায়িত্ব
বোঝা কাঁধে তুলে...অমরত্ব
কর্তব্য-অকর্তব্যের বেড়াজালে
বদলেছে সময় কালে-কালে
তবু তুমি বড় কঠিন
সময়ের মাপা স্কুলে নও স্বাধীন
আধা বয়সে সন্তানের বোঝা
বৃদ্ধাশ্রম শুরু খোঁজা
বুড়োতে বার্ধক্যের কাছে
স্বাধীন হওয়ার সময় কী আছে?
তারপর একদিন মৃত্যুর ডাক
যা ছিল সব সময় নিয়ে যাক
আর অস্তিত্ব মুছে গিয়ে নামটা থাক
...জীবন তুমি বড় কঠিন...!
সময়ের মাপা স্কুলে নও স্বাধীন
ছোটবেলায় বাবা-মার বাধ্য
লঙ্ঘন করা নয় সাধ্য
একটু বড় তারপর দায়িত্ব
বোঝা কাঁধে তুলে...অমরত্ব
কর্তব্য-অকর্তব্যের বেড়াজালে
বদলেছে সময় কালে-কালে
তবু তুমি বড় কঠিন
সময়ের মাপা স্কুলে নও স্বাধীন
আধা বয়সে সন্তানের বোঝা
বৃদ্ধাশ্রম শুরু খোঁজা
বুড়োতে বার্ধক্যের কাছে
স্বাধীন হওয়ার সময় কী আছে?
তারপর একদিন মৃত্যুর ডাক
যা ছিল সব সময় নিয়ে যাক
আর অস্তিত্ব মুছে গিয়ে নামটা থাক
...জীবন তুমি বড় কঠিন...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ দিদারুল আলম ১৩/০৭/২০১৪
-
সফিউল্লাহ আনসারী ১১/০৭/২০১৪...জীবন তুমি বড় কঠিন...!
ভালো লেগেছে -
সাইদুর রহমান ১০/০৭/২০১৪চমৎকার ভাবনা।
কবিতাও দারুণ। -
শিমুল শুভ্র ১০/০৭/২০১৪মুগ্ধ হলাম কবিতায় । কবিতার আসরে দেখা যায় না কেনো ?
-
আবু সাহেদ সরকার ১০/০৭/২০১৪সাবলিল একটি কবিতা পড়লাম কবি বন্ধু।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১০/০৭/২০১৪কি সুন্দর ভাবনা। মুগ্ধ হলাম কবি।
-
সুরজিৎ সী ১০/০৭/২০১৪সত্যি কথা, জীবনটা খুব কঠিন।
-
রামবল্লভ দাস ১০/০৭/২০১৪জীবন দর্শন খুবই সুন্দর ভাবে বর্ণিত হয়েছে ; অনবদ্য কবিতাতে ।
ফেসবুকে আপনি কি আছেন ?
বড়ই কঠিন দিদি