জীবন বড় ছোট
বাবাকে কথা দেওয়া ছেলে
বাবার সামনে পারল না রাখতে
কথা তার, ইঞ্জিনিয়ারিং পাসের
পর চাকরি অবধারিত
শুধু আরও কয়েকটা বছর
তারপর বাবার কষ্ট যাবে ঘুচে
চাকরিটা পেয়ে বাবাকে রাখবে
সে বহু যত্নে...
কিন্তু একটা ঝড়ের আঘাতে
সব হলো ভাংচুর
বাবার হঠাৎ চলে যাওয়ায়
সব হলো শেষ
সব হলো মিথ্যে
...সত্যিই জীবন বড় ছোট...!
বাবার সামনে পারল না রাখতে
কথা তার, ইঞ্জিনিয়ারিং পাসের
পর চাকরি অবধারিত
শুধু আরও কয়েকটা বছর
তারপর বাবার কষ্ট যাবে ঘুচে
চাকরিটা পেয়ে বাবাকে রাখবে
সে বহু যত্নে...
কিন্তু একটা ঝড়ের আঘাতে
সব হলো ভাংচুর
বাবার হঠাৎ চলে যাওয়ায়
সব হলো শেষ
সব হলো মিথ্যে
...সত্যিই জীবন বড় ছোট...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ০৯/০১/২০১৫কেউ কথা রাখে না । জীবন এই রকম । তাই তো জীবনে এত চমক এত খুশি ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০৯/২০১৪ভালো লাগলো।
-
সুশান্ত মান্না ০৯/০৯/২০১৪কাল ঝ্ড়
-
মনিরুজ্জামান শুভ্র ০৬/০৯/২০১৪nice ..
-
আবু সাহেদ সরকার ০৫/০৯/২০১৪nice...
-
স্বপন রোজারিও(১) ০৫/০৯/২০১৪জীবন বড় ছোট,
এ জীবনকে করতে হবে বড়
সাধনায়। -
সহিদুল হক ০৪/০৯/২০১৪ঠিক তাই,
ভাল লাগলো। -
মঞ্জুর হোসেন মৃদুল ০৪/০৯/২০১৪অসাধারন কবি। আপনার লেখা পড়লে মনে হয় পূর্ন কোন কবির কবিতা পাঠ করলাম। যা সবসময় অতুলনীয়।
-
শিমুদা ০৪/০৯/২০১৪সত্যিই জীবন বড় ছোট
খুব ভাল লেগেছে -
সুবীর কাস্মীর পেরেরা ০৪/০৯/২০১৪দারুন