হবো না পিছু
দৃষ্টি দেওয়া পৃথিবীটার, আজ কী দেখো হাল্,
চাল-চুলো নেই, চলছে বেজায়, অবস্থা তার বেহাল!
ছুটছে আকাশ, বইছে নদী, চলছে রাস্তাঘাট,
টক্-টকাটক্ ঘড়ির কাঁটায়, বইছে সময়ের হাট।
বেতার, সেতার সবকিছু ফেলে, চলছি একমনে,
সুর নেই, তবু বেসুরো হয়েই, গাইছি ক্ষণে-ক্ষণে।
টাল-মাটালে টলছে বিশ্ব, নড়ছে তার গতি,
শুদ্ধ থেকে হয়েছে অশুদ্ধ, আর নেই কেউ সতী।
চড়ছে নেশা, বলছে বুলি...ঝেড়ে ফেলে সবকিছু
চলবে জীবন এগিয়ে সামনে, হব না আমি পিছু।
চাল-চুলো নেই, চলছে বেজায়, অবস্থা তার বেহাল!
ছুটছে আকাশ, বইছে নদী, চলছে রাস্তাঘাট,
টক্-টকাটক্ ঘড়ির কাঁটায়, বইছে সময়ের হাট।
বেতার, সেতার সবকিছু ফেলে, চলছি একমনে,
সুর নেই, তবু বেসুরো হয়েই, গাইছি ক্ষণে-ক্ষণে।
টাল-মাটালে টলছে বিশ্ব, নড়ছে তার গতি,
শুদ্ধ থেকে হয়েছে অশুদ্ধ, আর নেই কেউ সতী।
চড়ছে নেশা, বলছে বুলি...ঝেড়ে ফেলে সবকিছু
চলবে জীবন এগিয়ে সামনে, হব না আমি পিছু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।