ঘুম
আয় ঘুম যায় ঘুম স্বপ্নপরীর দেশে
সোনার মা গাইছে গান মিষ্টি হাসি হেসে
দু'চোখ ভরে স্বপ্ন আয়, আয় ঘুমপরী
চোখের পাতা বুজলে পরে দেবো একটা কড়ি
মিটিমিটি হাসে সোনা ছোট্ট কচি মুখে
মার কথায় ঘুমিয়ে পরে স্বপ্ন দেখার সুখে
আয় ঘুম যায় ঘুম ছোট্ট সোনার চোখে
স্বপ্ন দেখছে সোনা এখন মিষ্টি হাসি মুখে...
সোনার মা গাইছে গান মিষ্টি হাসি হেসে
দু'চোখ ভরে স্বপ্ন আয়, আয় ঘুমপরী
চোখের পাতা বুজলে পরে দেবো একটা কড়ি
মিটিমিটি হাসে সোনা ছোট্ট কচি মুখে
মার কথায় ঘুমিয়ে পরে স্বপ্ন দেখার সুখে
আয় ঘুম যায় ঘুম ছোট্ট সোনার চোখে
স্বপ্ন দেখছে সোনা এখন মিষ্টি হাসি মুখে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
SUMANPRAMANIK ২৭/০৮/২০১৪KHUB VALO
-
শিমুদা ২০/০৮/২০১৪খুব সুন্দর ছড়া কবিতা। খুব মিষ্ট লাগল।
আয় ঘুম যায় ঘুম ছোট্ট সোনার চোখে
স্বপ্ন দেখছে সোনা এখন মিষ্টি হাসি মুখে... -
অপূর্ব দেব ০১/০৮/২০১৪ভাল হয়েছে
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০১/০৮/২০১৪খুব সুন্দর। ভালো থাকবেন আপু।
-
রামবল্লভ দাস ০১/০৮/২০১৪( মায়ের কথায় > মার কথায় ) হবে বোধহয় !
কেননা বাংলা সাহিত্যে 'মার' কথা বলতে মারামারি বোঝায় , তাই না !
কবিতা অনবদ্য ! ভালো লাগলো । -
সাইদুর রহমান ৩১/০৭/২০১৪বরাবরের মতই দারুণ লিখেছেন।
শুভ কামনা। -
মঞ্জুর হোসেন মৃদুল ৩১/০৭/২০১৪বাহ দারুন।