একটু অন্যরকম
সকালবেলা চোখ খুলে জানলার দিকে
তাকাতেই পেলাম একটা নতুন সতেজ
বর্ষামুখর দিন, দৈনন্দিন কাজের
রুটিন গেল পাল্টে
নীল আকাশ রং বদলে হয়েছে কালো
গাছের পাতা হয়েছে সবুজ
তৃষ্ণার্ত পাখীরা পেয়েছে জল
আর মানুষ পেয়েছে জীবন
সকাল-সকাল এক কাপ গরম চা
ব্রেকফাস্টে লুচি-আলুর দম
আর লাঞ্চে খিচুড়ি হলে নয় মন্দ
রোজকার একঘেয়ে জীবন থেকে
বাধা-ধরা দুনিয়া থেকে
সবকিছু থেকে বেরিয়ে এসে
মনে হল..."ধন্যবাদ বর্ষা
একটা সুন্দর দিনের উপহারের জন্য...!"
তাকাতেই পেলাম একটা নতুন সতেজ
বর্ষামুখর দিন, দৈনন্দিন কাজের
রুটিন গেল পাল্টে
নীল আকাশ রং বদলে হয়েছে কালো
গাছের পাতা হয়েছে সবুজ
তৃষ্ণার্ত পাখীরা পেয়েছে জল
আর মানুষ পেয়েছে জীবন
সকাল-সকাল এক কাপ গরম চা
ব্রেকফাস্টে লুচি-আলুর দম
আর লাঞ্চে খিচুড়ি হলে নয় মন্দ
রোজকার একঘেয়ে জীবন থেকে
বাধা-ধরা দুনিয়া থেকে
সবকিছু থেকে বেরিয়ে এসে
মনে হল..."ধন্যবাদ বর্ষা
একটা সুন্দর দিনের উপহারের জন্য...!"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুদা ২২/০৮/২০১৪খুব ভাল লেগেছে।
-
অপূর্ব দেব ৩১/০৭/২০১৪খুব ভাল ।
-
রাধাশ্যাম জানা ০২/০৭/২০১৪পড়ে ভালো লাগল...!
-
সফিউল্লাহ আনসারী ২৮/০৬/২০১৪ভালো লাগলো
-
আবু সাহেদ সরকার ২৭/০৬/২০১৪সুন্দর ভাবনার একটি প্রকাশ কবি বন্ধু।
-
মল্লিকা রায় ২৭/০৬/২০১৪Many thanks.
-
সুরজিৎ সী ২৬/০৬/২০১৪আপনি খুব সুন্দর লিখেছেন।
-
কবি মোঃ ইকবাল ২৬/০৬/২০১৪চমৎকার বর্ষার একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন।