ঢাকের আওয়াজ
আসছে পুজো আসছে দেখো
মা আসছেন বাড়ি
মঙ্গলময় উলুধ্বনি আর
শাখের আওয়াজ সারি
পাড়ায়-পাড়ায় পুজো প্যান্ডেল
থিম পুজো সব দিয়ে
পাল্লা ভারি দেবে কোন পাড়া
পুরস্কার হাতে নিয়ে
পুজোর বাজার ভারি গরম
চলছে হাক-ডাক
এবার পুজোয় দেখবে কাকে
প্যান্ডেল লাখ-লাখ
বাচ্চা-বুড়ো সবাই মিলে
দিন গোনে অপেক্ষায়
মা আসছেন বাপের বাড়ি
শরতের পক্ষী ভেলায়...
মা আসছেন বাড়ি
মঙ্গলময় উলুধ্বনি আর
শাখের আওয়াজ সারি
পাড়ায়-পাড়ায় পুজো প্যান্ডেল
থিম পুজো সব দিয়ে
পাল্লা ভারি দেবে কোন পাড়া
পুরস্কার হাতে নিয়ে
পুজোর বাজার ভারি গরম
চলছে হাক-ডাক
এবার পুজোয় দেখবে কাকে
প্যান্ডেল লাখ-লাখ
বাচ্চা-বুড়ো সবাই মিলে
দিন গোনে অপেক্ষায়
মা আসছেন বাপের বাড়ি
শরতের পক্ষী ভেলায়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ২৪/০৯/২০১৪খুব ভালো লাগলো
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৪/০৯/২০১৪ভাল লাগল।
-
মনিরুজ্জামান শুভ্র ২৪/০৯/২০১৪বাহ ভাল লাগলো ।
-
কৌশিক আজাদ প্রণয় ২৪/০৯/২০১৪ধর্ম যার যার , উৎসব সবার। আর পুজোর এই উৎসবমুখরতা আমি বরাবরই বেশ উপভোগ করি। এই উৎসবমুখরতা আপনার কবিতায় অসাধারণ ভাবেই চিত্রিত হয়েছে কবি। মুগ্ধ হলাম।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪আনন্দ আর বিসর্জনের পুজো। লেখাটা ভালো হয়েছে।