ক্লাসরুম
একা নির্জনে সাজান বেঞ্চের সারি
কালো ব্ল্যাকবোর্ড সাদা চক্
রঙিন ডাস্টারের মুখে কুলুপ
লেখার পর মোছার দায়িত্বে
ঘষে চলেছে জীবন, চকের নতুন
কথা নতুন সাজে লেখার স্টাইল
নতুন খাতা বোনে, বুকের মাঝে
স্মৃতি হয়ে থাকে আকাঁ-লেখার
বিবিধ-সংহার তবুও মুছে যায় কালো
ব্ল্যাকবোর্ডের সীমানা থেকে উচুঁ টেবিলে
উকিঁ মেরে জানান দেয় চেয়ার "আমি আছি"
লড়াকু মেজাজে শক্তিহীন বেঞ্চের সারিবদ্ধতা
মন্ত্রীসভার মিছিল নিয়ে সাক্ষী হয়ে আছে
ভরা ক্লাসরুম তবু যেন একা নির্জন...
কালো ব্ল্যাকবোর্ড সাদা চক্
রঙিন ডাস্টারের মুখে কুলুপ
লেখার পর মোছার দায়িত্বে
ঘষে চলেছে জীবন, চকের নতুন
কথা নতুন সাজে লেখার স্টাইল
নতুন খাতা বোনে, বুকের মাঝে
স্মৃতি হয়ে থাকে আকাঁ-লেখার
বিবিধ-সংহার তবুও মুছে যায় কালো
ব্ল্যাকবোর্ডের সীমানা থেকে উচুঁ টেবিলে
উকিঁ মেরে জানান দেয় চেয়ার "আমি আছি"
লড়াকু মেজাজে শক্তিহীন বেঞ্চের সারিবদ্ধতা
মন্ত্রীসভার মিছিল নিয়ে সাক্ষী হয়ে আছে
ভরা ক্লাসরুম তবু যেন একা নির্জন...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৭/০৫/২০১৪Apnar kobita gulo onik sundor
-
চারু মান্নান ১৫/০১/২০১৪বাহ সুন্দর কবি,
মাঘের শীতে বাঘ কান্দেরে,,,,,