চোরাবালি
সাংঘাতিক ঝড়ের আঘাতের সন্মুখীন
হয়ে পাখিটা হলো ঘরছাড়া
যে গাছে ছিল তার বাসা
হলো ছাড়খার
দুটো ছানাও ছিল তার সাথে
কিন্তু দুর্ভাগ্যের কবলে
কলুষিত হলো গোটা বিশ্ব
ছানারা আজ নেই
হয়েছে সে নিজেও ঘরছাড়া
তবু পাখির ছানা হারানোর
দুঃখে কাঁদবেনা কেউ
নষ্ট নীড় আজ হয়েছে নষ্ট
কষ্ট পাওয়ার দুঃখ
অবসাদ করবে শুধু চোরাবালি খেলা
আর পাখি তার স্বরে ডাকবে
ছানাদের..."কই গেলি তোরা
ফিরে আয় আবার ঘরে...!"
হয়ে পাখিটা হলো ঘরছাড়া
যে গাছে ছিল তার বাসা
হলো ছাড়খার
দুটো ছানাও ছিল তার সাথে
কিন্তু দুর্ভাগ্যের কবলে
কলুষিত হলো গোটা বিশ্ব
ছানারা আজ নেই
হয়েছে সে নিজেও ঘরছাড়া
তবু পাখির ছানা হারানোর
দুঃখে কাঁদবেনা কেউ
নষ্ট নীড় আজ হয়েছে নষ্ট
কষ্ট পাওয়ার দুঃখ
অবসাদ করবে শুধু চোরাবালি খেলা
আর পাখি তার স্বরে ডাকবে
ছানাদের..."কই গেলি তোরা
ফিরে আয় আবার ঘরে...!"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ১২/০৮/২০১৪অসাধারন।
-
shahanara ১২/০৮/২০১৪khube sundor lekha ..!
-
আবু সাহেদ সরকার ১২/০৮/২০১৪ups... osum !
-
আলোকিত অন্ধকার ১২/০৮/২০১৪চমৎকার...।।
-
ইমন শরীফ ১২/০৮/২০১৪জীবন তীর আজ নষ্টদের দখলে-কবিতার মূলকথা বোধহয় এটাই! তাইনা কবি!!
-
রায়হান রহমান ১২/০৮/২০১৪সুন্দর লাগল