ছলনাময়ী
দূর-দিগন্ত পানে
নাচে সারি-সারি
ছলনা রূপসীময়ী
কোন এক নারী
দুধ-শুভ্র বসনখানা
কাজলা দীঘি চুল
স্থলপদ্ম ভাসছে দেখ
চোখে দেখি ভুল
বেদনা জাগিয়ো না
আর কাছে এসে
থাকো তুমি দূর পানে
যাক নীরবতা ভেসে...!
নাচে সারি-সারি
ছলনা রূপসীময়ী
কোন এক নারী
দুধ-শুভ্র বসনখানা
কাজলা দীঘি চুল
স্থলপদ্ম ভাসছে দেখ
চোখে দেখি ভুল
বেদনা জাগিয়ো না
আর কাছে এসে
থাকো তুমি দূর পানে
যাক নীরবতা ভেসে...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ১২/১২/২০১৪পিচ্চিদের পিচ্চি কবিতাই লিখতে হয়
-
আমিন চৌধুরী ১৭/১১/২০১৪যদিও সাজে না তবুও বলছি,Punctuation এর ব্যবহার করলে পড়তে সুবিধা হয়।বিশেষত কবিতায়।ভাল থাকবেন।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১২/১১/২০১৪বেশ ভালো লাগলো। কিন্তু ৩য় লাইনে আমার মনে হয়েছে ছলনা রুপসীময়ী না হয়ে ছলনাময়ী রুপসী বা রুপসী ছলনাময়ী হলে বেশী ভালো লাগতো।
-
অনিরুদ্ধ বুলবুল ১১/১১/২০১৪শুদ্ধ বানানে উচ্চারিত ছড়া, বেশ সুন্দর হয়েছে।
-
ইহ্সান জাহিদ ০৭/১১/২০১৪সুন্দর কবিতা।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৬/১১/২০১৪বাহ দারুন।
-
মুহা, লুকমান রাকীব ০৬/১১/২০১৪সুন্দর মুগ্ধকর কবিতা কবি!!
-
স্বপন শর্মা ০৬/১১/২০১৪অতিচমৎকার ছলনা হলো......
-
মনিরুজ্জামান শুভ্র ০৫/১১/২০১৪ভাল লাগলো । চমৎকার লিখনি ।