চলে গেল
সে গেল দূরে চলে
তবু বলে গেল না কেন
চোখের পাতা আজ ভিজে
তবু স্মৃতিতে আছে জেন
বিশ্ব হাহাকার বেদনা দিল
দিল না কোন আনন্দ
ভারাক্রান্ত হৃদয় শুধু
খুড়ল ভালবাসার মর্মবেদনা...
...সে গেল চলে তবু...
তবু বলে আর নেই কিছু
সবই নিয়তির খেলা
চলতে হবে এই ভেবেই
কাটাও সময়ের ভেলা
সে গেল চলে...!
তবু বলে গেল না কেন
চোখের পাতা আজ ভিজে
তবু স্মৃতিতে আছে জেন
বিশ্ব হাহাকার বেদনা দিল
দিল না কোন আনন্দ
ভারাক্রান্ত হৃদয় শুধু
খুড়ল ভালবাসার মর্মবেদনা...
...সে গেল চলে তবু...
তবু বলে আর নেই কিছু
সবই নিয়তির খেলা
চলতে হবে এই ভেবেই
কাটাও সময়ের ভেলা
সে গেল চলে...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ২৪/০৩/২০১৫কে চলে গেলো?......
-
অ ০৩/০৩/২০১৫সুন্দর ।
-
কপিল দেব ০৩/০৩/২০১৫সুন্দর কবিতা !!!
-
রইস উদ্দিন খান আকাশ ০৩/০৩/২০১৫ভালো। কিন্তু অারো ভালো অাশা করছি। কবি
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫.....সে গেল চলে তবু... আগে পরে ডট কেনো দিলেন.........কবি পিয়ালী দত্ত