চলার পথে
ছুটছে মানুষ ছুটছে গাড়ি ছুটছে দুনিয়া
ভন-ভন-ভন ঘুরছে মাথা কথা শুনিয়া
চলার পথে আসার পথে নেই কোন ঠেক
কাজের চাপে হয়েছি পাগল নেই কোন ব্রেক
আকাশ-পাতাল মানুষ মাতাল টাকার অঙ্কে
টাকা ছাড়া দুনিয়া বেকার থাকে না কেউ সঙ্গে
লাফিং বুড্ডা কিনছে কেউ ঘরের সুখেতে
মারছে লাথি ক্যাৎ-ক্যাৎ-ক্যাৎ দুখের মুখেতে
কানাঘুষো নেতারা সব করছে বারোমাস
কাজের বেলা অদৃশ্য সব গরমে হাস-ফাস
চাপ-চাপ ভাই একটু চাপ সরে দাড়ঁা তোরা
ধনীর মেয়ের বিয়ে যে আজ সোনায় সে মোরা
দীন-দুখীনির কথা তুমি বোল না তো আজ
টাকার মাঝে বেকার কথা শুনতে লাগে লাজ
ব্যস্ত মানুষ ব্যস্ত জগৎ আছে চোখ বুজে
চলতে গিয়ে চলার পথে পেলাম আমি খঁুজে...!
ভন-ভন-ভন ঘুরছে মাথা কথা শুনিয়া
চলার পথে আসার পথে নেই কোন ঠেক
কাজের চাপে হয়েছি পাগল নেই কোন ব্রেক
আকাশ-পাতাল মানুষ মাতাল টাকার অঙ্কে
টাকা ছাড়া দুনিয়া বেকার থাকে না কেউ সঙ্গে
লাফিং বুড্ডা কিনছে কেউ ঘরের সুখেতে
মারছে লাথি ক্যাৎ-ক্যাৎ-ক্যাৎ দুখের মুখেতে
কানাঘুষো নেতারা সব করছে বারোমাস
কাজের বেলা অদৃশ্য সব গরমে হাস-ফাস
চাপ-চাপ ভাই একটু চাপ সরে দাড়ঁা তোরা
ধনীর মেয়ের বিয়ে যে আজ সোনায় সে মোরা
দীন-দুখীনির কথা তুমি বোল না তো আজ
টাকার মাঝে বেকার কথা শুনতে লাগে লাজ
ব্যস্ত মানুষ ব্যস্ত জগৎ আছে চোখ বুজে
চলতে গিয়ে চলার পথে পেলাম আমি খঁুজে...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাধাশ্যাম জানা ০২/০৭/২০১৪খুব অসাধারন লেখনী…
-
আসগার এইচ পারভেজ ০২/০৭/২০১৪খুব ভালো লাগল...
-
আবু সাহেদ সরকার ২৫/০৬/২০১৪চমৎকার একটি কবিতা পড়লাম কবি বন্ধু। কবিতার শেষের চরণের- খঁ ুজে বানানটিতে- খুঁজে কপি করে শুদ্ধ করুন, হয়তোে একটু help হবে। ভালো থাকুন সতত।
-
পরিতোষ ভৌমিক ২৪/০৬/২০১৪ছন্দে ভরপুর দারূন কবিতা একখানি , সাবলীল লেখায় মুগ্ধ হলাম ।
-
সহিদুল হক ২৪/০৬/২০১৪খুব সুন্দর ছন্দময় কবিতাখানি।
-
কবি মোঃ ইকবাল ২৪/০৬/২০১৪বাহ্! দিদি। বেশ ভালো লেগেছে। শুভ কামনা রইলো
-
শিমুল শুভ্র ২৪/০৬/২০১৪ভালো একটা কবিতা পাঠে মন ভরে গেলো ।
-
দীপঙ্কর বেরা ২৪/০৬/২০১৪ভাল লাগল
-
অমর কাব্য ২৩/০৬/২০১৪অাসাধারন,,, খুবই ভাল লাগল,,, শুভেচ্ছা জানুন
-
অদ্ভুদ ছেলে ২৩/০৬/২০১৪ভাল লাগছে
-
কবি মোঃ ইকবাল ২৩/০৬/২০১৪দিদি অনবদ্য একটি চমৎকার লিখনী। শুভ কামনা রইলো।