চৌকাঠ পেরিয়ে
দরজা খুলে চৌকাঠ পেরিয়ে গলি
গলি থেকে সোজা বড় রাস্তা
রাস্তা পেরিয়ে হাইওয়ে
ঠিক তেমনি জন্ম-কর্ম-মৃত্যু
দায়িত্ব থেকে কর্তব্য
কর্তব্য থেকে অধিকার
অধিকার থেকে জোর
আসে ছিনিয়ে নেওয়ার
ঠিক তেমনি আশা-আকাঙ্খা
লোভ-লালসা চাওয়া-পাওয়া
সীমানা লঙ্ঘনের হাতছানি
না পাওয়ার হতাশা
আসে নিরাশা
ঠিক তেমনি সবকিছু ছাপিয়ে
মৃত্যুর কোলে ঢলে পড়া
...যদি চাও....
যাও তবে চৌকাঠ পেরিয়ে...!
গলি থেকে সোজা বড় রাস্তা
রাস্তা পেরিয়ে হাইওয়ে
ঠিক তেমনি জন্ম-কর্ম-মৃত্যু
দায়িত্ব থেকে কর্তব্য
কর্তব্য থেকে অধিকার
অধিকার থেকে জোর
আসে ছিনিয়ে নেওয়ার
ঠিক তেমনি আশা-আকাঙ্খা
লোভ-লালসা চাওয়া-পাওয়া
সীমানা লঙ্ঘনের হাতছানি
না পাওয়ার হতাশা
আসে নিরাশা
ঠিক তেমনি সবকিছু ছাপিয়ে
মৃত্যুর কোলে ঢলে পড়া
...যদি চাও....
যাও তবে চৌকাঠ পেরিয়ে...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহমিদা ফাম্মী ৩০/০৭/২০১৪অনেক ভালো লাগলো ...।
-
অপূর্ব দেব ২৬/০৭/২০১৪সুন্দর কবিতা
-
কবি মোঃ ইকবাল ২২/০৭/২০১৪দিদির কবিতা মানে-ই নিখুঁত ভাবনার শুদ্ধ লিখনী। আজও তার ব্যতিক্রম হয় নি। শুভরাত্রি দিদি।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২২/০৭/২০১৪বাহ মুগ্ধতা সবসময়। চমৎকার উপস্থাপন করেছেন। ভাল লাগা রইল।
-
টি আই রাজন ২২/০৭/২০১৪আমরা সকলেই এমন এক চৌকাঠ পেরুনোর অপেক্ষায় দিন যাপন করি। কেউ হয়তো ওপারের সৌন্দর্য্য খুজে পায় কেউ হয়তো হতাশায় গা ভাসায়। যে যাই খুজুক আমরা তো জানি, ভালবাসা সর্বত্র বিরাজমান কেবল খুজে নিতে হয়। ভাল থাকুন কবি।
-
আবু সাহেদ সরকার ২২/০৭/২০১৪সুন্দর কবিতার ভাবান্তর কবি বন্ধু। মন ছুঁয়ে গেল।