চাঁদ
ঐ চাঁদ ঐ রূপ
রূপের রানী সে
শূণ্য ঐ আকাশেতে
ভাসছে যেন কে
আলো করে জগৎটাকে
আধাঁর সরিয়ে দিয়ে
স্বপ্নের মায়াবী মধুর
প্রাণ দিল ভরিয়ে...
রূপের রানী সে
শূণ্য ঐ আকাশেতে
ভাসছে যেন কে
আলো করে জগৎটাকে
আধাঁর সরিয়ে দিয়ে
স্বপ্নের মায়াবী মধুর
প্রাণ দিল ভরিয়ে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসাদুজ্জামান নূর ২৯/১২/২০১৪এটা তো ছড়া হলো
-
আবু সাহেদ সরকার ২১/১২/২০১৪সুন্দর একটি প্রকাশ। কবি আমার পাতায় আসবেন।
-
কৌশিক আজাদ প্রণয় ২১/১২/২০১৪চাঁদের সৌন্দর্য মহিমার অপরূপ বর্ণনা অসাধারণ লাগলো।
আঁধার> আধাঁর -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২০/১২/২০১৪চাদেঁর সাথে অনেক তারা। ভালো লাগলো।
-
অনিরুদ্ধ বুলবুল ২০/১২/২০১৪চাঁদ নিয়ে সুন্দর কবিতা।
বানান দেখুন: শূন্য/আঁধার
শুভেচ্ছা - -
একনিষ্ঠ অনুগত ২০/১২/২০১৪মিষ্টি।
-
রিয়েল আবদুল্লাহ ২০/১২/২০১৪ভাল লাগল
-
নাবিক ২০/১২/২০১৪সুন্দর...।