বাস্তবের কাটা
ঘড়ির কাটা অবিরল নড়ে সরে যায়
তার টিকটিক শব্দেতে সময় জানায়
ভোর থেকে বেলা আর বেলা থেকে দুপুর
দিন-রাত চলেছে কাটা বেজেছে তার নূপুর
এইভাবে দিন কাটে জীবন বয়ে যায়
জীবনপঞ্জিকা তার গল্প শোনায়
যেমন সরে ঘড়ির কাটা জীবনও ঠিক তাই
দূর থেকে ভেসে আসে বিয়ের সানাই
চাওয়া-পাওয়া থেকে দূরে অন্য জগতে
ধানের শীষে শিশির বিন্দু উঠল যে মেতে
ছোট থেকে বড় আর বড় থেকে বুড়ো
মৃত্যুতে সব শেষ স্বপ্ন হয় গুঁড়ো
আর এইভাবেই দিন কাটে জীবন বয়ে যায়
স্বপ্ন থেকে জেগে ওঠে বাস্তবের ছোঁয়ায়...।
তার টিকটিক শব্দেতে সময় জানায়
ভোর থেকে বেলা আর বেলা থেকে দুপুর
দিন-রাত চলেছে কাটা বেজেছে তার নূপুর
এইভাবে দিন কাটে জীবন বয়ে যায়
জীবনপঞ্জিকা তার গল্প শোনায়
যেমন সরে ঘড়ির কাটা জীবনও ঠিক তাই
দূর থেকে ভেসে আসে বিয়ের সানাই
চাওয়া-পাওয়া থেকে দূরে অন্য জগতে
ধানের শীষে শিশির বিন্দু উঠল যে মেতে
ছোট থেকে বড় আর বড় থেকে বুড়ো
মৃত্যুতে সব শেষ স্বপ্ন হয় গুঁড়ো
আর এইভাবেই দিন কাটে জীবন বয়ে যায়
স্বপ্ন থেকে জেগে ওঠে বাস্তবের ছোঁয়ায়...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃওবায় দুল হক ০৯/০৩/২০১৪অসাধারণ!খুব ভাল দাদা,