বাঁধ ভাঙার আওয়াজ
জেগে-জেগে স্বপ্নে বিভোর
রঙীণ ভালোবাসার কদর
সব বুঝেও বোঝে না সে
সবার মাঝে সেরা কে
আকাশ ফেটে বৃষ্টি
সেই বৃষ্টিরই পায়ে-পায়ে
শুরু হল সৃষ্টি
এই ধরণীরই গায়ে-গায়ে
সোনালী রোদ আর নয় মিছে
স্বপ্ন দেখার ডাক
শুনছে সবাই মনের পিছে
আলতো ছোঁয়ার ফাঁক
মন-মাঝিরা পালাস না আর
করিস না মিছে খেলা
ধরা দেওয়ার পালা যে আজ
বয়ে গেল যে বেলা...!
রঙীণ ভালোবাসার কদর
সব বুঝেও বোঝে না সে
সবার মাঝে সেরা কে
আকাশ ফেটে বৃষ্টি
সেই বৃষ্টিরই পায়ে-পায়ে
শুরু হল সৃষ্টি
এই ধরণীরই গায়ে-গায়ে
সোনালী রোদ আর নয় মিছে
স্বপ্ন দেখার ডাক
শুনছে সবাই মনের পিছে
আলতো ছোঁয়ার ফাঁক
মন-মাঝিরা পালাস না আর
করিস না মিছে খেলা
ধরা দেওয়ার পালা যে আজ
বয়ে গেল যে বেলা...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৯/০৯/২০১৪valo laglo.....kobi
-
সুজন সারথি ৩১/০৮/২০১৪অনেক দূর যেতে হবে কবি! শুভ কামনা তব অনন্ত পথ চ্লায়...
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৮/২০১৪কেনরে বিধাতা পাষাণ হেন
চারিদিকে তার বাঁধন কেন?-- খুব ভালো লেগেছে -
একনিষ্ঠ অনুগত ২৯/০৮/২০১৪বেশ ভালো লাগলো লেখাটি।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৮/২০১৪মুগ্ধ হলাম লেখনীতে। চমৎকার ভাবনা।
-
আসোয়াদ লোদি ২৯/০৮/২০১৪অনুপম কবিতা । মুগ্ধতা রেখে গেলাম ।
-
আবু সাহেদ সরকার ২৯/০৮/২০১৪বেশ সুন্দর একটি প্রকাশ কবি বন্ধু।
-
শিমুল শুভ্র ২৯/০৮/২০১৪বাহ!! কবিতা এমনি হওয়া দরকার ।
-
শিমুদা ২৯/০৮/২০১৪খুব খুব সুন্দর লেগেছে।
-
নাবিক ২৮/০৮/২০১৪বাহ...অনেক সুন্দর লিখেছেন