আধঁার থেকে আলো
ঘন অন্ধকারে দীপ জ্বেলে যায় তারার দল
বন্ধ মেঘের দরজা ঠেলে উকঁি মারে চঁাদ
সপ্তর্ষির জ্বলন্ত অগ্নিপিন্ড ছঁুড়ে ফেলে
ঘুটঘুটে আধঁার, জোনাকির আলোজ্বলা
দল ছুটে এসে উড়িয়ে দেয় অন্ধ হাওয়া
অন্ধ পরিবেশ পায় একমুঠো আলো
একমুঠো আলো পায় সজীব প্রাণ
প্রাণের দোলা জাগায় আনন্দ আর
...আর সেই আনন্দে ধুয়ে-মুছে যায়
অন্ধকারের জরা-জীর্ণতা নিস্তব্ধতা-নীরবতা...!
বন্ধ মেঘের দরজা ঠেলে উকঁি মারে চঁাদ
সপ্তর্ষির জ্বলন্ত অগ্নিপিন্ড ছঁুড়ে ফেলে
ঘুটঘুটে আধঁার, জোনাকির আলোজ্বলা
দল ছুটে এসে উড়িয়ে দেয় অন্ধ হাওয়া
অন্ধ পরিবেশ পায় একমুঠো আলো
একমুঠো আলো পায় সজীব প্রাণ
প্রাণের দোলা জাগায় আনন্দ আর
...আর সেই আনন্দে ধুয়ে-মুছে যায়
অন্ধকারের জরা-জীর্ণতা নিস্তব্ধতা-নীরবতা...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ১১/০৬/২০১৪ভালো লাগলো আপনার কবিতা পড়ে বুঝতে পারলাম আপনি একজন সফল মানুষ যেহেতু আপনি আঁধার নয় আলো পছন্দ করেন। আমার পাতায় নিয়মিত আমন্ত্রণ..
-
সফিউল্লাহ আনসারী ১০/০৬/২০১৪প্রাণের দোলা জাগায় আনন্দ আর
...আর সেই আনন্দে ধুয়ে-মুছে যায়
অন্ধকারের জরা-জীর্ণতা নিস্তব্ধতা-নীরবতা...!
....... অপূর্ব -
এস,বি, (পিটুল) ১০/০৬/২০১৪খুব সুন্দর কবিতা পড়লাম অন্ধকারের নীরবতা।
কোথায় ছিলেন এত দিন?
আমার পাতায় আমন্ত্রন যানায়। -
রুমা চৌধুরী ১০/০৬/২০১৪খুব খুব সুন্দর। বেশ ভাল লাগল। শুভেচ্ছা রইল।
-
কবি মোঃ ইকবাল ১০/০৬/২০১৪সবার জীবনের কালোগুলো সব আলোর মাঝে হারিয়ে যাক।
অসাধারন লিখনী। -
মোঃওবায় দুল হক ১০/০৬/২০১৪অসাধারন কবিতা !খুব ভাললাগল ।
শুভ কামনা রইল দিদি।
আমার ব্লগে আমন্ত্রন ।