আমার ভাষা
যাও যেথায় পাবে সেথায় ভাষার ভিন্নতা
দেশি-বিদেশী ভাষার আছে অনেক মান্যতা
আঞ্চলিক ভাষাই হোক বা আন্তর্জাতিক ভাষা
আমার কাছে ভীষণ প্রিয় আমার মাতৃভাষা
এই ভাষাতেই শিক্ষা আমার এই ভাষাতেই পড়া
সকল দেশের সেরা সে দেশ বাংলা দিয়ে গড়া
আকাশ-বাতাস ফল-ফুলেতে সে ভাষারই গন্ধ
সুরে-সুরে সুর মিলিয়ে পেয়েছি গানের ছন্দ
যেথাই আমি থাকি না কেন কমবে না ভালোবাসা
আমার প্রিয় আমাদের প্রিয় আমার বাংলা ভাষা...।
দেশি-বিদেশী ভাষার আছে অনেক মান্যতা
আঞ্চলিক ভাষাই হোক বা আন্তর্জাতিক ভাষা
আমার কাছে ভীষণ প্রিয় আমার মাতৃভাষা
এই ভাষাতেই শিক্ষা আমার এই ভাষাতেই পড়া
সকল দেশের সেরা সে দেশ বাংলা দিয়ে গড়া
আকাশ-বাতাস ফল-ফুলেতে সে ভাষারই গন্ধ
সুরে-সুরে সুর মিলিয়ে পেয়েছি গানের ছন্দ
যেথাই আমি থাকি না কেন কমবে না ভালোবাসা
আমার প্রিয় আমাদের প্রিয় আমার বাংলা ভাষা...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইমন শরীফ ০৯/০৮/২০১৪মাতৃভাষার প্রতি চরম ভালবাসার বহির্ঃপ্রকাশ। বেশ মুগ্ধ আমি কবি!
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৪/০৭/২০১৪চমৎকার ভাবনা। ভাষা নিয়ে চমৎকার একটি কবিতা পড়লাম। কি সুন্দর ছন্দ মিলিয়েছেন। জোস লাগল।
-
আবু সাহেদ সরকার ২৪/০৭/২০১৪মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ দেখে খুশি হলাম বন্ধু। বাংলার কোন জেলায় বাড়ী আপনার?
-
সুলতান মাহমুদ ২৪/০৭/২০১৪অসাধারণ!!!!!
-
কবি মোঃ ইকবাল ২৩/০৭/২০১৪দিদি অসাধারন লিখনী। মুগ্ধ হলাম। শুভরাত্রি।