একান্ত আপন
রাসবিহারীর মোর থেকে সে মানুষটা
বাসে উঠে গেল সারা শরীরে রহস্যময়
ইন্দ্রজাল বাসা বেঁধেছে আমার
স্বপ্নে প্রতিদিন যে মানুষটা ধরা দেয়
আমার গহনে তাকে হঠাৎ আমি দেখতে
পেলাম আমার চোখের সামনে
সারা শরীরে রোমাঞ্চের শিহরণ
জানার আগ্রহ করছে আমায় অবশ
করতলে জমছে ঘাম পথের মাঝে
ট্রাম ছেড়ে ট্যাক্সি ছেড়ে সে
কেবলই উঠল বাসে...
বাসের নম্বরটা কত যেন-? না ঠিক
মনে নেই... মনে করার চেষ্টাও
করিনি, হাতফুস্কে চলে যাওয়া মানুষটা
শুধু ধরা দেবে আমার গভীর স্বপ্নে
শুধু ধরা দেবে আমার গভীর গহনে
যাকে শুধু আমি ছাড়া আর কেউ পাবে না দেখতে...
বাসে উঠে গেল সারা শরীরে রহস্যময়
ইন্দ্রজাল বাসা বেঁধেছে আমার
স্বপ্নে প্রতিদিন যে মানুষটা ধরা দেয়
আমার গহনে তাকে হঠাৎ আমি দেখতে
পেলাম আমার চোখের সামনে
সারা শরীরে রোমাঞ্চের শিহরণ
জানার আগ্রহ করছে আমায় অবশ
করতলে জমছে ঘাম পথের মাঝে
ট্রাম ছেড়ে ট্যাক্সি ছেড়ে সে
কেবলই উঠল বাসে...
বাসের নম্বরটা কত যেন-? না ঠিক
মনে নেই... মনে করার চেষ্টাও
করিনি, হাতফুস্কে চলে যাওয়া মানুষটা
শুধু ধরা দেবে আমার গভীর স্বপ্নে
শুধু ধরা দেবে আমার গভীর গহনে
যাকে শুধু আমি ছাড়া আর কেউ পাবে না দেখতে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ৩০/০৪/২০১৪chomot-kar laglo amay