সীমাহীন ভাবনায়
ভেবে ছিলাম নিজের মত করে
রাখবো তোমায় জরিয়ে
বাসবো ভালো তোমায়
আমার মত,
আমার গোপন ঘরে
কল্পনাতে ভেসে যেতাম
চেনা শহর ছেরে
ধরতাম হাতটি তোমার
হাজার ভীতির ভিরে
ফিরবো আবার সন্ধা হলে
মনের ও পথ ধরে,
রাতের তাঁরা দেখবো দু'জন
বসবো পাশা পাশি
দেখবো বসে অন্ধকারে
মন মাতানো হাসি
সহস্র তাঁরার ভীরে প্রহর রাশি রাশি,
রাখবো তোমায় জরিয়ে
বাসবো ভালো তোমায়
আমার মত,
আমার গোপন ঘরে
কল্পনাতে ভেসে যেতাম
চেনা শহর ছেরে
ধরতাম হাতটি তোমার
হাজার ভীতির ভিরে
ফিরবো আবার সন্ধা হলে
মনের ও পথ ধরে,
রাতের তাঁরা দেখবো দু'জন
বসবো পাশা পাশি
দেখবো বসে অন্ধকারে
মন মাতানো হাসি
সহস্র তাঁরার ভীরে প্রহর রাশি রাশি,
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রিয়েল আবদুল্লাহ ১৭/০৮/২০১৫মন মাতানো
-
সাইদুর রহমান ১৩/০৮/২০১৫ভালো লাগলো কবিতাটি।
-
নাবিক ১৩/০৮/২০১৫ভালো লিখেছেন
-
মোবারক হোসেন ১৩/০৮/২০১৫পড়ে ভাল লাগলো।ধন্যবাদ কবি।
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৩/০৮/২০১৫স্বপ্নের মাঝে বাসা বেঁধে চলুন স্বপ্নের দেশে। খুবই ভাল হয়েছে কবিতাটি।